খাগড়াছড়িকে অশান্ত করার মাধ্যমে দুর্গাপূজাকে ব্যাহত করার অপচেষ্টা হয়েছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, “শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে খাগড়াছড়িতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করেছে।”

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে খাগড়াছড়ি পরিস্থিতি নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে বর্তমানে খাগড়াছড়ির পরিস্থিতি শান্ত রয়েছে।

এর আগে, গতকাল (সোমবার) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন, প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি করা হচ্ছে ।

তিনি বলেন, কিছু সস্ত্রাসী পাহাড়ের ওপর থেকে গুলি করেছে। এসব অস্ত্র বাইরের দেশ থেকে আসে। এই সমস্যাকে প্রতিহত করতে সবার সাহায্য সহযোগিতা দরকার।

উল্লেখ্য, তৃতীয় দিনের মতো খাগড়াছড়িতে ১৪৪ ধারা বলবৎ রয়েছে। শহরে ঢুকতে বা বের হতে তল্লাশি চালানো হচ্ছে।

Share.
Leave A Reply

Exit mobile version