পাঁচ বছর আগে প্রথমবারের মতো মা হয়েছিলেন ওপার বাংলার অভিনেত্রী কোয়েল মল্লিক। সে বছর মহাষ্টমীর দিন প্রথমবার ছেলের নাম অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন অভিনেত্রী।

এত দিন মেয়েকে সবার চোখের আড়ালে রেখেছিলেন। অনুরাগীরা উদগ্রিব হয়েছিলেন কোয়েলের মেয়েকে দেখার জন্য।

এবার পূজায় সেই কৌতূহলও মেটালেন অভিনেত্রী। সপ্তমীতে মেয়েকে প্রকাশ্যে আনলেন কোয়েল।

মেয়েকে কোলে নিয়ে বাড়ির পূজার বিশেষ মুহূর্ত শেয়ার করলেন অভিনেত্রী। ছোট্ট কাব্যকে প্রথমবার দেখে উচ্ছ্বসিত নায়িকার অনুরাগীরা।

দুই সন্তানকে নিয়ে পরিবারের ছবি ভাগ করে নিয়ে সবাইকে সপ্তমীর শুভেচ্ছা জানালেন অভিনেত্রী।

এর আগে ২০২৪ সালে দেবীপক্ষে দ্বিতীয়বার সন্তানসম্ভবা হওয়ার সুখবর শুনিয়েছিলেন অভিনেত্রী। স্বামী নিসপাল রানে ও ছেলে কবীরের সঙ্গে হাসিমুখের ছবি দিয়ে লিখেছিলেন, ‘পরিবার বড় হতে চলেছে। খুব শীঘ্রই কবীর বড় দাদার দায়িত্ব পেতে চলেছে।’

সাত বছর সম্পর্কে থাকার পর ২০১৩ সালে প্রযোজক নিসপাল সিংহ রানেকে বিয়ে করেন কোয়েল।

Share.
Leave A Reply

Exit mobile version