ব্র্যাকের লাইফস্টাইল রিটেইল চেইন আড়ং-এ আগে কেনাকাটার পর গ্রাহকদের বিনামূল্যে কাগজের শপিং ব্যাগ দেওয়া হতো। তবে এখন সেই ব্যাগের জন্য গ্রাহকদের থেকে অতিরিক্ত মূল্য নেওয়া হচ্ছে। এই নতুন সিদ্ধান্তের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ হিসেবে আড়ং কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী নিশাত ফারজানা, নিজেকে আড়ংয়ের একজন নিয়মিত ক্রেতা হিসেবে উল্লেখ করে, রেজিস্ট্রি ডাকে এই নোটিশ পাঠান।

প্রতিষ্ঠানটির বাণিজ্যিক কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক ও আড়ংয়ের মগবাজার আউটলেটের স্টোর ম্যানেজারকে এই নোটিশ দেওয়া হয়।

নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে কাগজের শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধ করতে বলেছেন নোটিশদাতা। তা না করলে উপযুক্ত আদালত ও কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অভিযোগ দিতে বাধ্য হবেন বলে উল্লেখ করা হয়েছে নোটিশে।

২৪ সেপ্টেম্বর আড়ংয়ের মগবাজার আউটলেটে কেনাকাটার পর নোটিশদাতাকে জানানো হয়, সেপ্টেম্বর থেকে আড়ং ফ্রি-তে কাগজের শপিং ব্যাগ দিচ্ছে না।

ক্রেতা বা গ্রাহককে এখন থেকে কাগজের ব্যাগটি কিনে নিতে হবে।
নোটিশে বলা হেয়েছে, পরিবেশ রক্ষার জন্য ব্যাগের মূল্য বাবদ নেওয়া এই অর্থ স্থানীয় বৃক্ষরোপণ প্রকল্পে ব্যয় করা হবে বলে আড়ং জানালেও এটি একটি ‘হীন মানসিকতার বিজ্ঞাপন’। পরিবেশ সুরক্ষার মতো উদ্যোগ আড়ংয়ের উচিত ছিল তাদের করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) তহবিল বা পণ্য বিক্রয়ের লাভ থেকে করা।

গ্রাহকের কাছ থেকে সামান্য কাগজের ব্যাগের জন্য মূল্য নেওয়াকে তিনি এক ধরনের ‘চাঁদাবাজি’ ও ‘অসাধু ব্যাবসায়িক মানসিকতা’ বলে উল্লেখ করেন নোটিশে।

Share.
Leave A Reply

Exit mobile version