ভারতীয় অভিনেত্রী রিয়া চক্রবর্তী জানিয়েছেন, কারাবাসের অভিজ্ঞতা তার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিকে পুরোপুরি বদলে দিয়েছে। সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদক মামলায় গ্রেফতার হয়ে একসময় কারাগারে ছিলেন রিয়া। সেই কঠিন সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, জেলখানায় থাকাকালীন এমনকি প্রয়াত প্রেমিক সুশান্তের জন্য শোক প্রকাশ করারও সুযোগ ছিল না তার।

রিয়া বলেন, ‘সেই সময়ে আমার বয়স ছিল মাত্র ২৭। কারাগারে অনেক কিছুরই অভাব থাকে। আমরা অনেক সময় আফসোস করি, আমাদের এটা নেই, ওটা নেই। কিন্তু সেখানে থাকার পর আমি উপলব্ধি করি কিছু না থাকার আসল অর্থ কী।’

কারাগারে থাকাকালীন জীবন থেকে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছেন রিয়া। তার কথায়, ‘যখন যা খুশি তা খাওয়ার সুযোগ সেখানে ছিল না। বাবা-মায়ের গুরুত্ব আমরা বুঝি না কিন্তু সেখানে শুধু তাদের কথাই মনে পড়ত। জীবনদর্শন পুরোটাই বদলে গিয়েছিল। লোকে কী বলছে, তা নিয়ে এখন আর আমার মাথাব্যথা নেই।’

সুশান্তের জন্য শোক করতে পেরেছিলেন কি না—এমন প্রশ্নে রিয়া বলেন, ‘পরিস্থিতি এতটাই কঠিন ছিল যে শোক প্রকাশের অনুমতিও ছিল না।’ আর তাই আজও তার মনে হয়, তার শোকের পর্ব শেষ হয়নি।

প্রসঙ্গত, সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ এবং মাদক মামলায় নাম জড়ানোর কারণে গ্রেফতার হয়েছিলেন রিয়া। দীর্ঘ সময় পর তিনি যখন জামিন পেয়ে বাড়ি ফেরেন, সেদিন কান্নায় ভেঙে পড়েছিলেন।

Share.
Leave A Reply

Exit mobile version