রাজধানীর বাজারে অধিকাংশ সবজির দাম চড়া অবস্থায় রয়েছে। ইলিশের ভরা মৌসুম হলেও বাজারে স্বস্তির ছোঁয়া মেলেনি। সাধারণ মানুষের পক্ষে মাংস কেনার সুবিধা এখন অনেকটাই সংকুচিত। তবে ব্রয়লার মুরগি, ডিম এবং বিভিন্ন ধরনের মুদি পণ্যের দাম আগের মতোই রয়েছে।

রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে, আগের তুলনায় সবজির দাম কিছুটা কমলেও বেশিরভাগের কেজি ৬০ থেকে ৮০ টাকা। এ নিয়ে অসন্তোষ আছে স্বল্প আয়ের মানুষের। সপ্তাহের ব্যবধানে লাফিয়ে দাম বাড়া পণ্যের নাগাল পাচ্ছে না অনেকে। চাল-ডালের মতো অতি প্রয়োজনীয় পণ্যও আছে এই তালিকায়।

অন্যদিকে, ভরা মৌসুম ইলিশের। তারপরও জাতীয় এ মাছটি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। চাল বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। বেড়েছে মুরগি ও ডিমের দাম।

অসহনীয় দামের কারণে সংকুচিত হচ্ছে ভোক্তাদের বাজারের ব্যাগ। বাড়তি খরচ যোগাতে ঋণের বোঝা চাপছে অনেকের ঘাড়ে। নিত্যপণ্যে সহনীয় রাখতে সরকারের কঠোর নজরদারির দাবি ভোক্তাদের।

Share.
Leave A Reply

Exit mobile version