বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আমরা যদি জনগণকে গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ করতে পারি, ফেব্রুয়ারির নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ করতে পারি, তাহলে কোনো হুঙ্কার দিয়ে ফেব্রুয়ারির নির্বাচন বাধাগ্রস্ত করার ক্ষমতা কারো নেই।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ বলেন, অনেকে এখনো ষড়যন্ত্র করে নির্বাচন পিছিয়ে দেওয়ার পাঁয়তারা করছে। এখনো ঐকমত্য কমিশনের আলোচনা চলছে। প্রধান উপদেষ্টা সবাইকে নিয়ে আলোচনা করেছেন। কিন্তু কেউ কেউ রাজপথে নামার হুঙ্কার দিচ্ছেন। হঙ্কার দেওয়া কোনো সমস্যা না, গণতান্ত্রিক রাজনীতিতে হুঙ্কার দিতেই পারেন।

তিনি বলেন, মনে রাখতে হবে শেষবিচারে জনগণ সিদ্ধান্ত নেবে, তারা কার সঙ্গে থাকবে, কার দিকে যাবে। জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে চায়, দেশের মালিকানা চায়, তাদের অধিকার চায়। জনগণ অন্যায় অত্যাচারের বিচার চায়, লুট হওয়া অর্থ ফেরত আনতে চায়, পাখির মতো গুলি করে যে ভাইদের হত্যা করেছে তার বিচার চায়, ফ্যাসিবাদের বিচার চায়।

বিএনপির এই নেতা বলেন, জনগণ কোনো অবস্থাতেই স্বৈরাচারের পুনর্বাসন দেখতে চায় না। আজকে যারা বিভিন্নভাবে হুঙ্কার দিচ্ছেন, তারা স্বৈরাচারকে পুনর্বাসন করার রাস্তা প্রশস্ত করছেন।

তিনি বলেন, আমরা যারা ৫ আগস্ট স্বৈরাচার সরকারকে বিতাড়িত করতে ঐক্যবদ্ধ ছিলাম, ঐক্যবদ্ধ থাকি, জনগণের পাশে থাকি। অন্তর্বর্তী সরকারের হাতকে শক্তিশালী করে ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নেবে দেশ পরিচালনায় জন্য তারা দায়িত্ব কাকে দেবে।

এ সময় হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সিনিয়র সহ-সভাপতি শাহিনুর ইসলাম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

Exit mobile version