বিয়ের জন্য চাপ সৃষ্টি করায় প্রেমিকাকে খুনের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন ও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের নাম রোকসানা।
গ্রেপ্তাররা হলেন, এলাহিন ওরফে এলাহি ওরফে ইব্রাহিম (৪২), সুমি আক্তার (৩২) ও সাইফুল (২৪)। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে জুরাইন বৌবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
রোববার (১৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মুহাম্মদ তালেবুর রহমান বলেন, শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা ১০ মিনিটে ‘৯৯৯’-এ ফোন পেয়ে পুলিশ লাল মিয়া সড়কের হাজী মিছির আলীর বাড়ির সামনে একটি বস্তা থেকে এক নারীর লাশ উদ্ধার করে। পরে সিআইডির ফিঙ্গারপ্রিন্ট শাখার সহায়তায় ভুক্তভোগীর পরিচয় শনাক্ত হয়। এ ঘটনায় নিহতের ভগ্নিপতি মো. গোফরান হাওলাদার বাদী হয়ে কদমতলী থানায় হত্যা মামলা করেন।
তিনি বলেন, মামলার পর পুলিশ চারটি টিম গঠন করে তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত অটোরিকশা, পলিথিন ও ভুক্তভোগীর স্যান্ডেল জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ইব্রাহিম প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, রোকসানার সঙ্গে সাইফুলের প্রেমের সম্পর্ক ছিল। পরে সাইফুল অন্য এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে বিয়ে করতে চাইলে রোকসানা বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে সাইফুল, তার বোন সুমি এবং দুলাভাই ইব্রাহিম মিলে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটান।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন তিনি।