ফুটবল খেলাকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যার জেরে পুরো ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
শুক্রবার রাত ৭টার দিকে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর।
শিক্ষার্থীরা জানান, শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ ও অ্যাকাউন্টিং বিভাগের মধ্যে ফুটবল খেলা চলছিল। এ সময় প্রথম দফায় এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটে। পরে বিষয়টি বড় আকারে সংঘর্ষে রূপ নেয়।
এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।
তাঁদের মধ্যে কয়েকজনকে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর রাহাত হোসেন ফয়সাল বলেন, ঘটনা শুনে আমরা তাৎক্ষণিকভাবে মাঠে যাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। কারা উসকানি দিয়েছে, কারা সংঘর্ষে জড়িয়েছে- তা খতিয়ে দেখা হচ্ছে। দায়ী শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।