হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করেছে বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকতে হলে হংকংয়ের জন্য এই ম্যাচে জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি তাদের প্রথম ম্যাচ হলেও হার মানেই চাপ আরও বাড়বে। তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ।

পাওয়ার প্লে-তেই হংকংয়ের দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের বোলাররা।

এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত হংকং ৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৩৬ রান করেছে। ক্রিজে আছেন জিসান আলী ৫ রান এবং নিজাকাত খান ৪ রান নিয়ে।

আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। বল হাতে নিজের প্রথম ওভারেই সাফল্য পান তাসকিন আহমেদ। হংকংয়ের ওপেনার অংশুমান রাথকে উইকেটের পেছনে লিটন দাসের তালুবন্দী করেন তিনি। এই ব্যাটার ফেরেন ৪ রানে।

শুরুতেই দুই উইকেট হারিয়ে ধাক্কা খাওয়ার পর কিছুটা সতর্ক হয়ে খেলতে থাকে হংকং। তবে এই জুটিকে বেশিক্ষণ ভাঙতে দেননি তানজিম হাসান সাকিব। ইনিংসের পঞ্চম ওভারে ১৪ রান করা বাবর হায়াতকে বোল্ড করে দেন তিনি। জিসান, আর তার সঙ্গে জুটি গড়ে দলকে এগিয়ে নিচ্ছেন নিজাকাত খান।

এবারের এশিয়া কাপকে ঘিরে ভালো প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। ঢাকায় এবং সিলেটে দুই পর্বের ট্রেনিং ক্যাম্পে ঘাম ঝরিয়েছে ক্রিকেটাররা। পাওয়ার হিটিংয়ের উন্নতিতে যুক্ত করা হয়েছে বিশেষ কোচ জুলিয়ান উড, যার অধীনে লিটন, শান্তসহ ব্যাটাররা নিয়েছেন বিশেষ অনুশীলন। এছাড়া সাম্প্রতিক সময়ে টানা তিনটি সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়েই দুবাইয়ের মাটিতে খেলতে নেমেছে টাইগাররা। এবার সেই প্রস্তুতির প্রতিফলন দেখানোর পালা মাঠে।

Share.
Leave A Reply

Exit mobile version