বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন এবার ব্যক্তিত্বের অধিকার রক্ষার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিল্লি হাইকোর্টে তিনি এ সংক্রান্ত আবেদন দাখিল করেছেন। প্রধানত অভিনেত্রীর অনুমোদন ছাড়া তার ছবি ব্যবহারের বিষয়টি আদালতে উপস্থাপন করা হয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ঐশ্বরিয়ার আইনজীবী আদালতে অভিযোগ করেছেন যে, তার ছবি, নাম ও কণ্ঠস্বর কোনোরকম ব্যবসায়িক উদ্দেশ্যে অনুমোদন ছাড়া ব্যবহার করা উচিত নয়।

এর আগে গত বছরও একই আবেদন নিয়ে দিল্লি হাইকোর্টে গিয়েছিলেন ঐশ্বরিয়ার শ্বশুড় অমিতাভ বচ্চন। তারপর গত ২৫ নভেম্বর থেকে বলিউডের বিগ বি’র কণ্ঠস্বর বা ছবি অনুমোদন ছাড়া ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

এদিকে ঐশ্বরিয়ার আইনজীবী সন্দীপ শেঠি আদালতে অভিনেত্রীকে নিয়ে ছড়িয়ে পড়া এআই-জেনারেটেডে কনটেন্টও তুলে ধরেন। সেখানে স্পষ্ট বলা হয়েছে, ঐশ্বরিয়ার নাম ব্যবহার করে অর্থ সংগ্রহ করছে। ইউটিউবের স্ক্রিনশটগুলোয় যেসব ছবিগুলো সম্পাদিত করা হয়েছে, তা মূলত ঐশ্বরিয়ার নয়। তিনি কখনো এ ধরনের ছবির অনুমোদন দেননি। সবই এআই দিয়ে তৈরি করা হয়েছে।

আইনজীবী আরও অভিযোগ করেছেন, ঐশ্বরিয়ার ছড়িয়ে পড়া আপত্তিকর ছবিগুলো ভুয়া। তার ছবি ব্যবহার করে কফি মগ থেকে শুরু করে টি-শার্ট তৈরি হচ্ছে। কোনো ব্যক্তি শুধু তার নাম ও ছবি ব্যবহার করে অর্থ উপার্জন করছেন। কারও যৌন আকাঙ্ক্ষা পূরণে তার ছবি ব্যবহৃত হচ্ছে। যা খুবই দুঃখজনক।

Share.
Leave A Reply

Exit mobile version