বলিউডের খলনায়ক খ্যাত অভিনেতা সঞ্জয় দত্ত জীবনে বহু উত্থান-পতনের সম্মুখীন হয়েছেন। তবে তার ক্যানসারের সঙ্গে লড়াই ছিল জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়গুলোর একটি। সম্প্রতি ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া-র সঙ্গে এক পডকাস্টে তিনি সেই সময়ের স্মৃতিচারণ করেছেন।

সঞ্জয় জানান, লকডাউনের সময় শরীরে অস্বস্তি অনুভব করেন তিনি। সিঁড়ি ভাঙতে গেলেই শ্বাসকষ্ট হতো। ডাক্তারের পরামর্শে এক্সরে করালে দেখা যায় ফুসফুসে পানি জমেছে। প্রথমে ধারণা করা হয়েছিল টিবি, তবে পরে জানা যায় আসল কারণ—ক্যানসার।

হঠাৎ রোগ ধরা পড়তেই ভেঙে পড়েছিলেন তিনি। সঞ্জয়ের ভাষায়, ‘আমার বোন এসে বলল, ক্যানসার হয়েছে তো কী হয়েছে, সব ঠিক হয়ে যাবে। ওর কথা শুনেই আমি দুই-তিন ঘণ্টা টানা কেঁদেছিলাম। খালি আমার বাচ্চাদের মুখ মনে পড়ছিল, স্ত্রীকে মনে পড়ছিল। নিজেকে খুব দুর্বল মনে হচ্ছিল।’

প্রথমে আমেরিকায় চিকিৎসার পরিকল্পনা করলেও ভিসা জটিলতায় ভারতেই চিকিৎসা শুরু করেন তিনি। তবে হাল ছাড়েননি। জিমে যাওয়া, শরীরচর্চা ও মানসিক দৃঢ়তার মধ্য দিয়েই লড়াই চালিয়ে যান।

অবশেষে ২০২০ সালের অক্টোবরে সঞ্জয় দত্ত ঘোষণা করেন, তিনি ক্যানসারমুক্ত। এই অভিজ্ঞতাকে জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন অভিনেতা।

Share.
Leave A Reply

Exit mobile version