ভারতের উত্তরাখণ্ডে ভুয়া ‘বাবা’দের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ‘অপারেশন কালনেমি’ নামের এই অভিযানে গ্রেপ্তার হয়েছেন ১৪ জন। তাদের মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিকও আছেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৮ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে বিষয়টি জানায়।

উত্তরাখণ্ড রাজ্যে পরিচালিত এই অভিযানে ধরা পড়া ভুয়া ‘বাবা’দের বিরুদ্ধে অভিযোগ—তারা মানুষের সঙ্গে প্রতারণা করছিলেন এবং ধর্মান্তর কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

রোববার এক সংবাদ সম্মেলনে উত্তরাখণ্ড পুলিশের অপরাধ ও আইনশৃঙ্খলা শাখার আইজি নিলেশ আনন্দ ভরনে জানান, এ পর্যন্ত প্রায় ৫ হাজার ৫০০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ১৮২ জনের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়।

তিনি জানান, গ্রেপ্তার হওয়া ১৪ জনের মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন। তাদের মধ্যে একজন দীর্ঘ আট বছর ধরে সেলাকুই এলাকায় ভুয়া কাগজপত্র ব্যবহার করে ‘অমিত কুমার’ নামে বসবাস করছিলেন। তিনি স্থানীয়ভাবে ‘বাঙালি ডাক্তার’ হিসেবে পরিচিত ছিলেন।

এ ছাড়া জম্মু-কাশ্মিরের অনন্তনাগ জেলার বাসিন্দা ইফরাজ আহমেদ লোলুকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি নিজের আসল ধর্মীয় পরিচয় গোপন করে ‘রাজ আহুজা’ নামে দিল্লির ধনী ব্যবসায়ী সেজে নারীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলছিলেন।

অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত হাজার হাজার মানুষকে যাচাই-বাছাই করা হয়েছে। শুধু হরিদ্বার জেলাতেই ২ হাজার ৭০৪ জনকে জিজ্ঞাসাবাদ করে তিনজনকে গ্রেপ্তার করা হয়। আবার দেরাদুনে ৯২২ জনকে যাচাই করে পাঁচজনকে আটক করা হয়েছে। টেহরি, পাউরি, আলমোড়া, নৈনিতালসহ বিভিন্ন জেলাতেও এ অভিযান অব্যাহত আছে।

আইজি ভরনে জানান, অভিযানের মূল লক্ষ্য উত্তরাখণ্ডের ‘দেবভূমি’র পবিত্র ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখা।

Share.
Leave A Reply

Exit mobile version