ইয়েমেন থেকে ছোড়া একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে দখলদার ইসরাইলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়।
বুধবার (৩ সেপ্টেম্বর) ইসরাইলি গণমাধ্যমের বরাতে খবরটি প্রকাশ করেছে বার্তা সংস্থা মেহের।

হামলার পর তেলআবিবসহ বিভিন্ন এলাকায় সাইরেন বাজতে থাকে।
পরিস্থিতি মোকাবিলায় বিমানবন্দরের আকাশসীমা বন্ধ করে দেয় ইসরাইলি কর্তৃপক্ষ।

ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানায়, তারা তেলআবিবের গুরুত্বপূর্ণ স্থাপনায় ‘প্যালেস্টাইন–২ ক্লাস্টার’ ও ‘জুলফিকার’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
এর ফলে লক্ষাধিক বসতি স্থাপনকারী আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

ইয়েমেনি সেনাপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সতর্ক করে বলেছেন, গাজার সমর্থনে এ অভিযান চালানো হয়েছে, ইসরাইল কখনো নিরাপত্তা ও শান্তি পাবে না, ভবিষ্যতে হামলার মাত্রা আরও তীব্র হবে।

এর আগে তিনি জানিয়েছিলেন, ইসরাইলি আগ্রাসনের জবাবে সশস্ত্র বাহিনী একাধিক ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে। তাদের টার্গেটে ছিল—তেলআবিবের জয়েন্ট স্টাফ ভবন, হাদেরা বিদ্যুৎকেন্দ্র, আল-লাদ বিমানবন্দর ও অশদোদ বন্দর।

এছাড়া, উত্তর লোহিত সাগরে MSC ABY নামের একটি জাহাজেও ড্রোন ও ক্রুজ মিসাইল হামলা চালানো হয়েছে, যা সফলভাবে লক্ষ্যভেদ করেছে।

উল্লেখ্য, ৭ অক্টোবর ২০২৩ থেকে গাজায় গণহত্যা ও অবরোধ শুরু হলে ইয়েমেন ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের পক্ষে দাঁড়িয়ে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। পাল্টা হিসেবে ইসরাইলও সানাসহ ইয়েমেনের বিভিন্ন এলাকায় বিমান হামলা অব্যাহত রেখেছে।

Share.
Leave A Reply

Exit mobile version