শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী শরীফ খান ৪৪তম বিসিএস পুলিশ ক্যাডারে প্রথম হয়েছেন। সোমবার (৩০ জুন) রাতে পিএসসির ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।
শরীফ খানের বাড়ি সাগরনাল ইউনিয়নের পাতিলাসাঙ্গন গ্রামে। বাবা সিরাজ উদ্দিন ও মা জ্যোৎস্না খানম দম্পতির সন্তান শরীফ প্রথম শিক্ষা নেন নোয়াবাজার ফাজিল মাদ্রাসা থেকে, যেখানে তিনি ২০১৩ সালে দাখিল এবং ২০১৫ সালে আলিম পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন।
ফল প্রকাশের পর শরীফ সামাজিক মাধ্যমে লিখেছেন, “মহান রবের প্রতি অকৃত্রিম চিত্তে শুকরিয়া, যিনি এই সম্মান আমাকে দান করেছেন। বাবা-মা ও দাদাদাদীর দোয়া সবসময় আমার পাথেয় ছিল।”
লোকপ্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক আশরাফ সিদ্দিকী বলেন, “আমাদের বিভাগের ছেলেমেয়েরা প্রশাসনে অসাধারণ করছে। এটি বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের। শরীফ অত্যন্ত মেধাবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের চূড়ান্ত ধাপেও সে প্রথম দিকে রয়েছে।”
৪৪তম বিসিএসে মোট ১,৭১০টি শূন্যপদে ১,৬৯০ জনকে সাময়িকভাবে মনোনীত করা হয়েছে। পুলিশ ক্যাডারে ৫০ জন, প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পররাষ্ট্র ১০, আনসার ১৪, নিরীক্ষা ও হিসাব ৩০, কর ১১, সমবায় ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক ৭, তথ্য ১০, ডাক ২৩, বাণিজ্য ৬, পরিবার পরিকল্পনা ২৭, খাদ্য ৩, টেকনিক্যাল ৪৮৫, শিক্ষা ৭৭৬ জন নিয়োগ হবে।
৪৪তম বিসিএসে মোট আবেদনকারীর সংখ্যা ছিল ৩,৫০,৭১৬ জন।