আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা এখন পর্যন্ত ৮০০ ছাড়িয়েছে। হঠাৎ আঘাতের ফলে হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছেন।

কুনারের আসাদাবাদ এলাকার প্রাদেশিক হাসপাতালের একজন চিকিৎসক বলেন, “আমাদের তাঁবু দরকার, আমাদের ওষুধ দরকার। রেড ক্রস সাহায্য করছে, কিন্তু আরও সাহায্যের প্রয়োজন।” তাঁর হাসপাতালেই ২০০ জনেরও বেশি মানুষকে চিকিৎসা দেওয়া হয়েছে।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলটি পাহাড়ি এবং দুর্গম হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। উদ্ধারকাজও কঠিন হয়ে পড়েছে।

তালেবান শাসিত এই এলাকায় নারীদের চিকিৎসা সাংস্কৃতিক কারণে বিলম্বিত হতে পারে। একজন মানবিক সংস্থা কর্মী বলেছেন, “নারী ও মেয়েরা সর্বাধিক ঝুঁকিতে রয়েছেন। তাদের সহায়তার জন্য নারী কর্মীদের প্রয়োজন।”

আন্তর্জাতিক সাহায্য আসছে। চীন, ভারত, সুইজারল্যান্ডসহ কয়েকটি দেশ ত্রাণ পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। জাতিসংঘের বৈশ্বিক জরুরি তহবিল থেকে পাঁচ মিলিয়ন ডলার ছাড় করা হয়েছে। যুক্তরাজ্য এক মিলিয়ন পাউন্ডের জরুরি তহবিল ঘোষণা করেছে, যা সরাসরি তালেবান প্রশাসনের হাতে যাবে না।

ভারত ইতোমধ্যেই কাবুলে এক হাজার তাঁবু এবং কুনারে ১৫ টন খাদ্য পাঠিয়েছে। আরও ত্রাণ সামগ্রী পাঠানোর প্রক্রিয়া চলছে।

জাতিসংঘের মানবিক সংস্থা জানিয়েছেন, ভূমিকম্প-কবলিত এলাকায় সবচেয়ে বেশি প্রয়োজন আবাসন, আশ্রয় ও কম্বলের। গরম খাবার এবং উচ্চ-শক্তিসম্পন্ন বিস্কুট মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা চলছে।

Share.
Leave A Reply

Exit mobile version