বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, জনগণ আগামী নির্বাচনে দেশ পরিচালনার দায়িত্ব দেবেন তারেক রহমানকে। তিনি বলেন, বিএনপি জনগণের দল এবং নেতাদের কর্তৃত্ববাদী আচরণ থেকে সরে এসে জনগণের পাশে থাকা জরুরি।
ডা. জাহিদ হোসেন এসব কথা বলেন সোমবার (১ সেপ্টেম্বর) ময়মনসিংহ নগরীর টাউন হল প্রাঙ্গণে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত র্যালি ও আলোচনা সভায়। তিনি আশ্বস্ত করেন, ফেব্রুয়ারির মধ্যভাগে ঘোষিত নির্বাচনকে জনগণ প্রতিহত করা যাবে না। তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ হবে সবার জন্য সমান সুযোগের দেশ।
তিনি আরও বলেন, বিএনপি আন্দোলন করে জনগণের ক্ষমতা ফিরিয়ে দিচ্ছে। আগামী দিনে স্বচ্ছ ও গণতান্ত্রিক ভোটের মাধ্যমে জনগণ তাদের নেতা নির্বাচিত করবেন। এছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও নেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
সভায় বিশেষ অতিথি বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, “সবার ওপরে বাংলাদেশ” স্লোগান নিয়ে এগিয়ে যাচ্ছেন তারেক রহমান। এছাড়া সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম বলেন, নির্বাচনের চেষ্টা রোধ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আলোচনা সভায় মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে টাউন হল থেকে শুরু হওয়া বর্ণাঢ্য র্যালি দুর্গাবাড়ী, নতুন বাজার সড়ক হয়ে বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।
