জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানিয়েছেন, জাতীয় পার্টির (জাপা) সাংগঠনিক কার্যক্রম স্থগিতের বিষয়ে সরকারকে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

রোববার (৩১ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

আরিফুল ইসলাম আদীব বলেন, অনেকগুলো বিষয়ে বৈঠকে কথা হয়েছে। সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অবহিত করা হয়েছে। পরিস্থিতি উত্তরণে দ্রুত ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টাকে বলা হয়েছে।

নুরুল হক নুরের ওপর হামলার প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক বলেন, সরকারি সংস্থাগুলো এখনো তাদের পুরোনো ক্ষমতাকাঠামো ধরে রাখার চেষ্টা করছে, আর নুরুল হক নুরের ওপর হামলা তারই স্পষ্ট প্রমাণ। অতীতেও গুমসহ নানা অপকর্মে এসব বাহিনীর সম্পৃক্ততা ছিল। এই ধারা অবিলম্বে বন্ধ করতে হবে।

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে আরিফুল ইসলাম আদীব বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে আগাম নির্বাচনের রূপ দিতে হবে গণপরিষদ নির্বাচনের মতো করে, যাতে পরবর্তীতে নতুন সংবিধান প্রণয়ন করা যায়। একইসাথে তারা আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন নিরপেক্ষতা ও সক্ষমতা বজায় রাখবে।

তিনি আরও বলেন, গুম কমিশনের পরামর্শ আমলে নিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে। আগের বিভিন্ন নির্বাচনে সরকারি সংস্থার লোকজন প্রভাবিত করার চেষ্টা করেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। 

Share.
Leave A Reply

Exit mobile version