আগামী অক্টোবরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে নির্বাচন ঘোষণা করেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। তবে তার লক্ষ্য আরও বড়—পর্যাপ্ত সমর্থন পেলে বিসিবির সভাপতি পদেও প্রতিদ্বন্দ্বিতায় নামার কথা জানিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তামিম বলেন—
“বর্তমান পরিস্থিতি মোটেও ভালো নয়। মানুষ একে অপরকে ছোট করছে, মিথ্যা ছড়াচ্ছে। কিন্তু এখন আলোচনা হওয়া উচিত—কে নতুন চিন্তাধারা আনতে পারবে এবং ক্রিকেটের জন্য সবচেয়ে উপযুক্ত। খেলোয়াড়রা আধুনিক ক্রিকেট খেললেও সিদ্ধান্ত গ্রহণকারীদের মানসিকতাও আধুনিক হতে হবে।”

তিনি আরও যোগ করেন—
“পুরনো চিন্তাভাবনা নিয়ে চললে সমস্যা। নির্বাচিত হলে আমি আগামী প্রজন্মের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে চাই। তবে চার বছরের মেয়াদে সবকিছু একসঙ্গে করার চেষ্টা করলে কিছুই সঠিকভাবে হবে না।”

বিসিবির সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০২১ সালের ৬ অক্টোবর। নতুন নির্বাচনের জন্য আগামী ৭ অক্টোবরের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। গঠনতন্ত্র অনুযায়ী, নির্বাচনের ৩০ দিন আগে নির্বাচন কমিশন গঠনসহ সমস্ত প্রক্রিয়া শুরু হবে।

তামিম সভাপতি হলে যে বিষয়গুলোতে গুরুত্ব দিতে চান—
পরিকাঠামো উন্নয়ন:
“খেলোয়াড় ও কোচ আছে, কিন্তু তাদের অনুশীলনের পর্যাপ্ত সুযোগ নেই। এখনও একাধিক দল একাডেমি মাঠে অনুশীলন করছে। বিসিবির ১৩০ কোটি টাকা এফডিআর থাকা সত্ত্বেও কাউন্টি দলের মতো পরিকাঠামো নেই।”

দীর্ঘমেয়াদী পরিকল্পনা:
“আগামী ৪ বছরে সুযোগ তৈরি করলে, ৮-১০ বছরের জন্য বাংলাদেশের ক্রিকেট এগোবে। যেমন, ব্যবসা শুরু করলে কারখানা না থাকলে পণ্য কোথায় তৈরি হবে?”

তামিম মনে করেন, এই নির্বাচন দেশের ক্রিকেটকে নতুন পর্যায়ে উন্নীত করার সুযোগ। তিনি দুই-তিনটি মূল বিষয়ে মনোযোগ দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আধুনিক ক্রিকেটি সুযোগ নিশ্চিত করতে চান।

Share.
Leave A Reply

Exit mobile version