রপ্তানি শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্ব, এরই মধ্যে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় ভারতীয় প্রধানমন্ত্রী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। রপ্তানি শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টানাপোড়েন চলমান থাকাকালেই এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুক্রবার ক্রেমলিনে এক সংবাদ সম্মেলনে পুতিনের পররাষ্ট্রনীতি উপদেষ্টা ইউরি উশাকভ এ তথ্য নিশ্চিত করেছেন।

আগামী ৩১ আগস্ট চীনের তিয়ানজিন শহরে শুরু হচ্ছে রাশিয়া–চীন নেতৃত্বাধীন শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলন শেষে একই শহরে মুখোমুখি হবেন পুতিন ও মোদি।

ক্রেমলিন মুখপাত্র উশাকভ বলেন, “ভারতের সঙ্গে আমাদের বিশেষ কৌশলগত অংশীদারিত্ব রয়েছে। আসছে ডিসেম্বরে প্রেসিডেন্ট পুতিন ভারতের সরকারি সফরে যাবেন। তার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হবে।”

এদিকে, মে মাসে পাকিস্তান–ভারত সংঘাত প্রশমনে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের অবদান স্বীকার করেনি। এরপর রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি করায় চলতি আগস্টে ট্রাম্প ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন। এতে মোট শুল্ক দাঁড়ায় ৫০ শতাংশে।

২৭ আগস্ট থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তে নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে নতুন টানাপোড়েন শুরু হয়। জানা গেছে, শুল্ক প্রত্যাহারের জন্য এখনো যুক্তরাষ্ট্রকে কোনো আনুষ্ঠানিক অনুরোধ করেনি ভারত। এমনকি শুল্ক কার্যকর হওয়ার আগে মোদিকে চারবার ফোন করেছিলেন ট্রাম্প, কিন্তু তিনি ফোন ধরেননি।

সূত্র: এনডিটিভি

Share.
Leave A Reply

Exit mobile version