বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে রাতেই তাকে গুলশানের ফিরোজা বাসভবনে ফেরানো হবে বলে জানিয়েছেন তার চিকিৎসকরা।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে খালেদা জিয়াকে বহনকারী গাড়িবহর ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশে রওনা হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে তিনি এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার।
তিনি জানান, খালেদা জিয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলছে। পরীক্ষা শেষে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রাতেই বাসায় ফেরানো হবে। বিএনপি নেতাদের সূত্রে জানা যায়, হাসপাতালে যাওয়ার আগে গুলশানের বাসভবনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দলের আরও কয়েকজন সিনিয়র নেতা উপস্থিত ছিলেন।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ জানিয়েছেন, “শুধু রুটিন চেকআপের জন্যই হাসপাতালে আনা হয়েছে। বিশেষ কোনো জটিলতা নেই।”