আগামী সেপ্টেম্বরের শেষ সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একই দিনে ভাষণ দেবেন।

সোমবার (২৫ আগস্ট) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এ তথ্য জানায়।

প্রাথমিক সূচি অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত অধিবেশনে সকালে ভাষণ দেবেন মোদি। এর পরেই বিকেলে বক্তব্য রাখবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এতে ইসলামাবাদের হাতে সরাসরি দিল্লির বক্তব্যের জবাব দেওয়ার কৌশলগত সুযোগ তৈরি হবে।

পাকিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন শেহবাজ, সঙ্গে থাকবেন উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা তারিক ফাতেমি।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হবে ৯ সেপ্টেম্বর, আর উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক চলবে ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। প্রথম দিন ব্রাজিল ও যুক্তরাষ্ট্র বক্তব্য রাখবে।

বিশ্লেষকরা মনে করছেন, মোদি ও শেহবাজের একের পর এক বক্তব্য দুই দেশের অবস্থান স্পষ্ট করে তুলবে। ধারণা করা হচ্ছে, ভারত সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিষয়কে প্রাধান্য দেবে, পাকিস্তান কাশ্মির ও আঞ্চলিক শান্তিকে ইস্যু হিসেবে তুলে ধরবে।

প্রাথমিক সূচি অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর জলবায়ু বিষয়ক বিশেষ অধিবেশন এবং ২৬ সেপ্টেম্বর পারমাণবিক অস্ত্র বিলুপ্তি আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।

বিশ্লেষকদের মতে, ৮০তম জাতিসংঘ অধিবেশন সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ব্যস্ত কূটনৈতিক মৌসুম হবে। কারণ, গাজা ও ইউক্রেন সংঘাতের পাশাপাশি মে মাসের ভারত-পাকিস্তান উত্তেজনা এখনও প্রভাব ফেলছে।

Share.
Leave A Reply

Exit mobile version