বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আওয়ামী লীগ ১৯৭১ সালে পালিয়েছে, ১৯৭৫ সালেও পালিয়েছে, আর এবারও পালিয়েছে। তার দাবি, আওয়ামী লীগ সবসময়ই পলায়নপর মনোভাব প্রদর্শন করে।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে জামালপুর জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জামালপুর শহরের বেলটিয়া এলাকায় বিএনপির এক সম্মেলনে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে জিয়াউর রহমান জনগণের পাশে ছিলেন। তিনি বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণে যখন পুরো জাতি দিশেহারা, ২৬ মার্চ রাতে রাজারবাগ পুলিশ লাইন্সে হামলার সময় আমিও একজন তরুণ হিসেবে অস্ত্র হাতে নিয়েছিলাম। একটি থ্রি-নট-থ্রি রাইফেল নিয়ে আমি সেদিন প্রতিরোধে গুলি চালিয়েছিলাম।

এ সম্মেলনের উদ্বোধন করেন দলটির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। তিনি বলেন, দেশের লাখ লাখ কোটি টাকা মেরে দিয়ে শেখ হাসিনার পরিবার, দলের নেতারা পালিয়ে গেছে।

শেখ হাসিনা নিজে বলেছেন তার পিয়ন নাকি চারশ কোটি টাকার মালিক! হেলিকপ্টার ছাড়া চলে না। পিয়ন যদি চারশ কোটি টাকার মালিক হয়, তাহলে শেখ হাসিনা কত কোটি টাকার মালিক! শেখ হাসিনা ইন্ডিয়ায় বসে চুরি করা টাকা খরচ করে দেশে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে।

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে সোহেল বলেন, জাতীয়তাবাদী দলের আদর্শ বিক্রি করে কেউ যেন কোনো অপকর্ম না করেন। তিনি সতর্ক করে দেন, দলের আদর্শ ও নীতিকে ব্যবহার করে ব্যক্তিস্বার্থে কাজ করা গ্রহণযোগ্য নয়।

জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওয়ারেস আলী মামুনের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক শরিফুল আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

Share.
Leave A Reply

Exit mobile version