বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা একে এম আশরাফুল হক বলেছেন, আসনভিত্তিক নির্বাচন একটি মিমাংসিত বিষয়, এখানে সংস্কারের কোনো অবকাশ নেই।

তিনি অভিযোগ করেন, আনুপাতিক বা পিআর (Proportional Representation) পদ্ধতি ইসলামবিরোধী। কারণ ইসলাম রাষ্ট্র পরিচালনার জন্য জনগণকে যোগ্য ও সৎ ব্যক্তি নির্বাচনের আহ্বান জানিয়েছে, দল বা প্রতীক নয়।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আশরাফুল হক বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের জন্য পিআর পদ্ধতির দাবি তোলা হচ্ছে। এই পদ্ধতিতে সরকার ও রাষ্ট্র সবসময় দুর্বল থেকে যাবে এবং দেশকে বিদেশিদের ওপর নির্ভরশীল করে তুলবে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, পিআর আসলে একটি বিদেশি ফরমায়েশি নির্বাচন পদ্ধতি। এতে গণতন্ত্রের নামে পতিত ফ্যাসিবাদকে পুনরুজ্জীবিত করার ষড়যন্ত্র লুকিয়ে আছে। আগামীতে কোনো আসনে এককভাবে আওয়ামী লীগ বা তাদের সহযোগী প্রার্থী বিজয়ী হওয়ার সম্ভাবনা নেই, তাই ‘আনুপাতিক পার্সেন্টের হিসাবের মারপ্যাঁচে’ তাদের আসন পাওয়ার সুযোগ তৈরি করার উদ্দেশ্যেই এই ব্যবস্থা চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

আশরাফুল হকের দাবি, এই পদ্ধতি জনগণ কখনও মেনে নেবে না। কারণ এটি বৈষম্যবিরোধী আন্দোলনকে দমনের হাতিয়ার হয়ে উঠবে। তিনি বলেন, যারা পিআর ব্যবস্থার দাবিতে মাঠে নেমেছেন, প্রকৃতপক্ষে তারা বিদেশি এজেন্ডা

Share.
Leave A Reply

Exit mobile version