পাসপোর্টের জন্য এখন আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না। তাই মানুষ এখন দ্রুত এবং ঘুষ না দিয়েই পাসপোর্ট পাবে।

রবিবার (১৭ আগস্ট) রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজের এক পোস্টে এসব তথ্য জানানো হয়।

পোস্টটি হুবহু দেওয়া হলো:

“সমস্যা :

পাসপোর্ট পেতে অনেক সময় লেগে যেত এবং অনেক সময় ঘুষ দিতে হতো।

ঘুষের অভিযোগ সবচেয়ে বেশি এসেছে পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়ায় (৭৫.১%)।

পরিবর্তন :

পাসপোর্টের জন্য এখন আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না।
এতে পাসপোর্ট দেওয়ার গতি বাড়বে, যা প্রবাসী, শিক্ষার্থী এবং পেশাজীবীদের উপকারে আসবে।ভেরিফিকেশনে অপ্রয়োজনীয় দেরি ও দুর্নীতি বন্ধে সহায়তা করবে।

কেন এটি গুরুত্বপূর্ণ :

মানুষ এখন দ্রুত এবং ঘুষ না দিয়েই পাসপোর্ট পাবে। এতে কাজ, পড়াশোনা, পরিবার বা ভ্রমণের জন্য বাংলাদেশের মানুষ সহজে বিদেশ যেতে পারবে। এর ফলে রাষ্ট্রের প্রতি মানুষের আস্থা বাড়বে।”

Share.
Leave A Reply

Exit mobile version