ওপার বাংলার অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহরায়কে নিয়ে দর্শকদের আগ্রহ শেষ হওয়ার কোনো নাম নেই। তার ব্যক্তিগত জীবন থেকে পেশাদার জীবন পর্যন্ত সবকিছুই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে।

সম্প্রতি দেবচন্দ্রিমা সিংহরায়ের বিলাসবহুল জীবনযাপন, বিশেষ করে আড়াই কোটি টাকার ফ্ল্যাটের মালিকানা নিয়ে ব্যাপক গুঞ্জন ছড়িয়েছে। এ বিষয়ে অবশেষে নীরবতা ভেঙেছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ফ্ল্যাট সম্পর্কিত গুঞ্জনের বিষয়ের দেবচন্দ্রিমা বলেন, ‘আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। একসঙ্গে আড়াই কোটি টাকা আমি কখনো দেখিনি। যদি এত কোটি টাকার কিছু করি, তাহলে আমি কেন বলব না? কেন লুকিয়ে রাখব?’

অনেক সময় দেবচন্দ্রিমা সামাজিক মাধ্যমে নানা নেতিবাচক মন্তব্যের মুখোমুখি হন। ট্রোলিংয়ের শিকার হলেও তিনি এসবের প্রতিক্রিয়া দিতে চান না। বরং নিজের সংগ্রামের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমি তিলে তিলে নিজের জায়গা তৈরি করেছি। হয়তো অনেক দিন অনাহারে কাটিয়েছি, তিন বছর কোথাও ঘুরতে যাইনি।’

অভিনেত্রী আরও বলেন, ‘জীবনের অনেক কিছু ছেড়ে আজ এই জায়গা তৈরি করতে পেরেছি। তাতে যদি আমি নিজের বাড়ি তৈরি করি, তাতে অসুবিধার তো কিছু নেই। নিজের সাফল্য কেন ভাগ করে নেব না আমি?’

দেবচন্দ্রিমা সম্প্রতি তার নতুন শাড়ির ব্যবসা শুরু করেছেন, যা তার মা ও বোন দেখাশোনা করছেন। পাশাপাশি তিনি ওয়েব সিরিজেও কাজ করছেন। তার নতুন সিরিজ ‘তোমাকে বুঝি না প্রিয়’ আগামী ১৫ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে।

Share.
Leave A Reply

Exit mobile version