শরীয়তপুরের নড়িয়ায় এক প্রবাসীর পরিত্যক্ত ঘর থেকে ৩০টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, ১৫ আগস্টকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে বোমাগুলো রাখা হয়েছিল।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা গ্রামে একটি বসতবাড়ি থেকে হাতবোমাগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পোড়াগাছা এলাকার মিলন মাদবর দীর্ঘদিন ধরে ওমানে প্রবাসী। বাড়িতে কেউ না থাকায় ঘরটি ফাঁকা ছিল। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই ঘরে অভিযান চালায়, যেখানে হাতবোমা রাখা আছে বলে জানা যায়। অভিযানে পাঁচটি বালতিতে রাখা অন্তত ৩০টি হাতবোমা উদ্ধার করা হয়। পরবর্তীতে বোমা নিষ্ক্রিয়কারী দলকে বিষয়টি জানানো হয়।

এ ঘটনায় দোষীদের ধরতে তদন্তের কথা জানিয়েছে পুলিশ।

জানতে চাইলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ জানান, ১৫ আগস্টকে কেন্দ্র করে কেউ নাশকতা চালাতে পারে, তাই পুলিশের তৎপরতা চলছিল। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে হাতবোমাগুলো উদ্ধার করা হয়। কে বা কারা এগুলো রেখেছে তা তদন্ত করা হচ্ছে।

Share.
Leave A Reply

Exit mobile version