আগামী আইপিএলের আগে চেন্নাই সুপার কিংস (CSK) রবিচন্দ্রন অশ্বিনকে ছেড়ে দিতে পারে—এমন গুঞ্জনের মধ্যেই দলের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলেছেন ভারতের সাবেক তারকা স্পিনার।

কদিন আগে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দলের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন অশ্বিন। এবার তিনি সরাসরি আর্থিক অনিয়মের অভিযোগ এনেছেন।

নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন দাবি করেন, চলতি আইপিএলে বদলি হিসেবে সই করানো ডেওয়াল্ড ব্রেভিসকে কাগজে-কলমের চুক্তির বাইরে অতিরিক্ত অর্থ দিয়েছে চেন্নাই।

ঘটনার শুরু হয় সিএসকে পেসার গুরজাপনীত সিং চোট পেয়ে ছিটকে গেলে। তার বদলি হিসেবে ব্রেভিসকে ২.২ কোটি রুপিতে সই করানো হয়। কিন্তু অশ্বিনের অভিযোগ—বেস প্রাইসে নেওয়ার নিয়ম থাকা সত্ত্বেও অনেক বেশি টাকা দেওয়া হয় দক্ষিণ আফ্রিকার এই তারকাকে।

অশ্বিনের ভাষায়, “এজেন্টদের মাধ্যমে অনেক ক্রিকেটারই শর্ত দেন—বাড়তি টাকা দিলে খেলব। ব্রেভিসের ক্ষেত্রেও তাই হয়েছে। চেন্নাই সেই টাকা দিতে রাজি ছিল, তাই সে দলে যোগ দেয়।”

তিনি আরও জানান, ব্রেভিসের মতো ক্রিকেটাররা বুঝে যান, পরের নিলামে দাম বাড়বে—তাই তখনই বেশি টাকা দাবি করেন। আইপিএলের শেষদিকে এই কারণে চেন্নাইয়ের দল আরও শক্তিশালী হয়ে ওঠে বলে দাবি তার।

চেন্নাই সুপার কিংস অবশ্য এ অভিযোগ নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

উল্লেখ্য, অশ্বিন দীর্ঘ সাত বছর সিএসকের হয়ে খেলেছেন। পরে পাঞ্জাব, দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসে খেলার পর গত মৌসুমে ৯.৭৫ কোটি রুপিতে আবার চেন্নাইয়ে ফেরেন। তবে প্রত্যাশিত পারফরম্যান্স না পাওয়ায় পরের আসরে তাকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version