সিলেটের ভোলাগঞ্জ পর্যটন এলাকা থেকে চুরি যাওয়া সাদাপাথর আগের স্থানে পুনরায় স্থাপনের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।
১৩ আগস্ট রাতে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
সভায় ৫টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তা হলো- জাফলং ইসিএ এলাকা ও সাদাপাথর এলাকায় ২৪ ঘণ্টা যৌথ বাহিনী দায়িত্ব পালন করবে, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে পুলিশের চেকপোস্ট যৌথ বাহিনীসহ সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে, অবৈধ ক্রাশিং মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ বন্ধে অভিযান চলমান থাকবে, পাথর চুরির সঙ্গে জড়িত সবাইকে চিহ্নিত করে গ্রেপ্তার ও আইনের আওতায় আনা হবে, চুরি হওয়া পাথর উদ্ধার করে পূর্বের অবস্থানে ফিরিয়ে নিতে হবে।