থাইল্যান্ডে পরীক্ষায় কম নম্বর দেওয়ায় এক শিক্ষিকাকে শ্রেণিকক্ষে নির্মমভাবে মারধর করেছে ১৭ বছর বয়সী এক ছাত্র। ঘটনাটি ধরা পড়ে সিসিটিভি ফুটেজে, যা পরে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

স্থানীয় গণমাধ্যম ব্যাংকক পোস্ট জানায়, ৫ আগস্ট মধ্যাঞ্চলীয় উথাই থানি প্রদেশের এক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। একাদশ শ্রেণির ওই ছাত্র ২০ নম্বরের পরীক্ষায় ১৮ নম্বর পাওয়ায় গণিত শিক্ষিকার কাছে কারণ জানতে চায়। শিক্ষিকা জানান, উত্তর সঠিক হলেও প্রত্যাশিত মানে উন্নতি না করায় ২ নম্বর কাটা হয়েছে, যা অন্যান্য শিক্ষকও অনুসরণ করেছেন।

ছাত্রটি অন্য শিক্ষকদের সঙ্গেও কথা বলে ফিরে এসে শিক্ষিকার কাছে নম্বর বাড়ানোর দাবি জানায়। শিক্ষিকা রাজি না হলে সে ডেস্কে লাথি মারে। কিছুক্ষণ পর শিক্ষিকাকে মাফ চাইতে বললেও তিনি অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে ছাত্রটি প্রকাশ্যে শিক্ষিকাকে একের পর এক লাথি, কিল, ঘুষি মারতে থাকে।

হামলায় শিক্ষিকার চোখে কালশিটে দাগ পড়ে এবং মাথা ও শরীরের অন্যান্য স্থানে আঘাত লাগে। পরে স্কুল কর্তৃপক্ষ ছাত্রটিকে বহিষ্কার করে। ভুক্তভোগী শিক্ষিকা পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

Share.
Leave A Reply

Exit mobile version