টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন মাইলফলক ছুঁয়ে ফেললেন ডেভিড ওয়ার্নার। সাবেক ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে পেছনে ফেলে শীর্ষ পাঁচ রানসংগ্রাহকের তালিকায় জায়গা করে নিলেন এই অস্ট্রেলিয়ান ওপেনার।

বর্তমানে ইংলিশ লিগ ‘দ্য হান্ড্রেড’-এ লন্ডন স্পিরিটের হয়ে খেলছেন বাঁ-হাতি এই ব্যাটার। মঙ্গলবার ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে ৫১ বলে ১২ চার ও এক ছক্কায় ৭১ রানের ইনিংস খেলেন তিনি। এই ইনিংসের সুবাদে পেশাদার টি-টোয়েন্টি ক্রিকেটে তার মোট রান দাঁড়াল ১৩ হাজার ৫৪৫—যা কোহলির চেয়ে দুই রান বেশি।

ওয়ার্নার এখন পর্যন্ত জাতীয় দল ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে ৪১৯ ম্যাচে ১৪০.৪৫ স্ট্রাইকরেট ও ৩৬.৮ গড়ে এই রান সংগ্রহ করেছেন। কোহলি ৪১৪ ম্যাচে ১৩ হাজার ৫৪৩ রান করেছেন ৪১.৯২ গড়ে এবং ১৩৪.৬৭ স্ট্রাইকরেটে। তালিকার শীর্ষে রয়েছেন ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইল—৪৬৩ ম্যাচে ১৪ হাজার ৫৬২ রান, এরপর কাইরন পোলার্ড, অ্যালেক্স হেলস ও শোয়েব মালিক।

তবে ব্যক্তিগত অর্জনের ম্যাচটিতে জয় পায়নি ওয়ার্নারের দল। ১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে লন্ডন স্পিরিট ৬ উইকেটে ১৫৩ রানে থামে। ওয়ার্নারের পর সর্বোচ্চ ১৯ রান এসেছে কেইন উইলিয়ামসন ও জেমি ওভারটনের ব্যাটে। ম্যানচেস্টারের হয়ে ইংলিশ পেসার জশ টাং নিয়েছেন সর্বোচ্চ ৩ উইকেট।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ম্যানচেস্টার ১০০ বলে ৬ উইকেটে ১৬৩ রান তোলে। জশ বাটলার করেন ৪৬, ফিল সল্ট ৩১ ও বেন ম্যাককিনি ২৯ রান। লন্ডনের পক্ষে ২টি করে উইকেট নেন ওলি স্টোন ও জেমি ওভারটন।

Share.
Leave A Reply

Exit mobile version