রমজানের আগে নির্বাচন দেওয়াকে জনগণের দাবি ও আকাঙ্ক্ষা পূরণ হিসেবে দেখছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, দেশের মানুষ এখন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশায় আছে, যা পূরণে সরকার ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে।

বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুলে বিমানবিধ্বস্ত হয়ে নিহত মাসুমা বেগমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রিজভী জানান, নির্বাচন কমিশনের প্রধান উপদেষ্টার চিঠির পর নির্বাচন প্রস্তুতি শুরু হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তীকালীন সরকার ও কমিশন একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক নির্বাচন উপহার দেবে।
এ লক্ষ্যে বিএনপি সব ধরনের সার্বিক সহযোগিতা করবে।

এনসিপি নেতাদের কক্সবাজার ভ্রমণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে রিজভী বলেন,
“তারা যেকোনো জায়গায় যেতে পারে। কিন্তু লুকোচুরি করাটা জনগণের আস্থার জায়গা নষ্ট করে।”
তিনি আরও বলেন, “যারা গণতন্ত্রের আন্দোলনে মুখ্য ভূমিকা রেখেছে, তারা যেন স্বচ্ছতার প্রতীক হয়—এটাই জনগণের প্রত্যাশা।”

এদিন নিহত মাসুমা বেগমের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে ‘আমরা বিএনপি পরিবার’।
সেইসঙ্গে নিহতের ছেলে আব্দুল্লাহর পড়ালেখার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন ও অন্যান্য নেতাকর্মীরা।

Share.
Leave A Reply

Exit mobile version