ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার কিছু ঘণ্টার মধ্যেই ফের কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্যে জড়িত দেশগুলোর বিরুদ্ধে এবার ‘সেকেন্ডারি স্যাংশন’ বা পরোক্ষ নিষেধাজ্ঞার ইঙ্গিত দিলেন তিনি। চীনের নামও উঠে এসেছে ট্রাম্পের হুঁশিয়ারিতে।

হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন,“মাত্র আট ঘণ্টা হয়েছে। এখনো অনেক কিছু বাকি। আপনারা আরও অনেক কিছু দেখতে চলেছেন। আরও অনেক সেকেন্ডারি নিষেধাজ্ঞা আসছে।”

বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকেই মস্কোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক কমাতে বিশ্বজুড়ে নানা উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এই বক্তব্য থেকে স্পষ্ট— আগামীতেও আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

ভারতের ওপর নতুন করে আরোপিত ৫০ শতাংশ আমদানি শুল্কের মধ্যে ২৫ শতাংশ বাড়তি কর এসেছে দেশটির রাশিয়ার সঙ্গে চলমান তেল ও জ্বালানি বাণিজ্যের জবাবে। নতুন শুল্ক কার্যকর হবে আগামী ২১ দিনের মধ্যে। এই সময়টিকে আলোচনার সুযোগ হিসেবে দেখছে ওয়াশিংটন।

ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল— রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ হলে ভারত থেকে এই বাড়তি শুল্ক তুলে নেওয়া হবে কিনা। জবাবে তিনি বলেন, “আমরা তা পরে নির্ধারণ করব।”

এদিকে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের কড়া প্রতিবাদ জানিয়েছে ভারত। নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “এই পদক্ষেপ অন্যায্য, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য।”

তারা আরও জানায়, রাশিয়া থেকে জ্বালানি কেনা ভারতের জন্য একটি বাস্তবভিত্তিক সিদ্ধান্ত, যা ১৪০ কোটিরও বেশি মানুষের জ্বালানি নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ।

Share.
Leave A Reply

Exit mobile version