অবরুদ্ধ গাজা ভূখণ্ডে কৃষিকাজের জন্য ব্যবহারযোগ্য জমির পরিমাণ ভয়াবহভাবে সংকুচিত হয়ে মাত্র ২.৩ বর্গকিলোমিটারে এসে ঠেকেছে— যা গাজার মোট ভূমির মাত্র ১.৫ শতাংশ। এমনই এক উদ্বেগজনক তথ্য জানাল জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)।

টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়, স্যাটেলাইট জরিপ অনুযায়ী, ২০২৫ সালের ২৮ জুলাই পর্যন্ত গাজার ৮.৬% জমি প্রবেশযোগ্য থাকলেও, তার সিংহভাগই ক্ষতিগ্রস্ত, এবং মাত্র ১.৫% এখনো কৃষিকাজের উপযোগী।

জাতিসংঘের তথ্যমতে, গাজার ১২.৪% কৃষিভূমি তাত্ত্বিকভাবে অক্ষত থাকলেও তা নাগালের বাইরে রয়ে গেছে। সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো— ৮৬.১% জমিই সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত, যেখানে আর কোনো ফসল উৎপাদনের সম্ভাবনা নেই।

এফএওর মহাপরিচালক কু দোংইউ বলেন, “মানুষ শুধুমাত্র খাবারের অভাবে নয়, খাবার পাওয়া অসম্ভব হওয়ায় মারা যাচ্ছে। স্থানীয় খাদ্য উৎপাদন ব্যবস্থাই এখন ভেঙে পড়েছে।”

তিনি আরও বলেন, “পরিবারগুলো ন্যূনতম জীবিকাও চালাতে পারছে না। এখন সবচেয়ে জরুরি হলো নিরাপদ ও টেকসই মানবিক সহায়তা নিশ্চিত করে কৃষি অবকাঠামো পুনর্গঠন করা।”

ইসরায়েলি হামলার আগেও কৃষি ছিল গাজার অর্থনীতির ১০ শতাংশের সমান। এফএওর হিসেব অনুযায়ী, প্রায় ৫ লাখ ৬০ হাজার মানুষ— অর্থাৎ মোট জনসংখ্যার এক চতুর্থাংশ— কৃষি ও মৎস্যজীবনের ওপর নির্ভর করতো।

জাতিসংঘের মতে, বর্তমান পরিস্থিতি গাজাকে “সম্পূর্ণ দুর্ভিক্ষ”-এর দ্বারপ্রান্তে নিয়ে এসেছে।

Share.
Leave A Reply

Exit mobile version