বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম বলেছেন, খুনি হাসিনা গত ১৬ বছরে কালচারাল এস্টাবলিসমেন্ট সে যে শাহবাগ কায়েমের মাধ্যমে দেশে অবৈধ শাসনকে বৈধতা দিয়েছে। এখানকার যে কালচারাল স্টাবলিস্টের মাধ্যমে আয়নাঘর থেকে শুরু করে জুলুম, নির্যাতনকে বৈধতা দিয়েছে, সেই মুজিববাদ কালচারকে আমরা এখন পর্যন্ত ভাঙতে পারি নাই।

শনিবার বিকালে রংপুর নগরীর মুন্সিপাড়া কবরস্থানে আব্দুল্লাহ আল তাহীরের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, জুলাই বিপ্লবের পর থেকে আমরা বলে আসছি কালচারাল এস্টাবলিস্টমেন্টকে ভাঙার জন্য। কালচারে যারা ফ্যাসিস্ট আছে তাদের এখান থেকে হটাতে হবে। জুলাইয়ের চেতনা, শহীদদের আকাঙ্ক্ষা দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে। জুলাই শহীদদের নিয়ে ডকুমেন্টারি করা। শহীদদের নিয়ে নাটক তৈরি করা। তাদের শহীদ পরিবারের স্মৃতিগুলো নিয়ে আসা। এটাকে নিয়ে উপন্যাস তৈরি করা। প্রবন্ধ তৈরি করার সেই কাজগুলো ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে আমরা করছি।

আমাদের প্রথম দাবি ছিল খুনি হাসিনা দুই হাজার ভাইবোনকে খুন করেছে, ৪০ হাজার ভাইবোনকে পঙ্গু করেছে, গত ১৬ বছরে যত মানবাধিকার লঙ্ঘন করেছে, প্রত্যেকটা অপরাধের বিচার করতে হবে।

Share.
Leave A Reply

Exit mobile version