নিউ ভিক্টোরিয়া হসপিটালের বাসস্টপে অপেক্ষমাণ তারেক রহমানের ছবি ভাইরাল—নেটিজেনদের প্রশংসায় ভাসছে সরল জীবনযাপন।

যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কিছু ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ছবিগুলো নিউ ভিক্টোরিয়া হসপিটাল সংলগ্ন একটি লোকাল বাসস্টপ থেকে তোলা।

একটি ছবিতে দেখা যায়, তিনি সাধারণ যাত্রীর মতো বাসের জন্য অপেক্ষা করছেন, মোবাইল ফোনে কিছু একটা পড়ছেন। পেছনে স্পষ্টভাবে দেখা যাচ্ছে বাসের গন্তব্য লেখা: ‘কিংস্টন’।

অন্য ছবিগুলোতে দেখা যায়, তিনি একটি লোকাল বাসে উঠছেন এবং একটি বাস থেকে নেমে যাচ্ছেন। এমন সাধারণ মানুষের মতো জীবনযাপনের দৃশ্য দেখে বিস্মিত এবং মুগ্ধ নেটিজেনরা।

তাদের ভাষায়, “দলের শীর্ষ পদে থেকেও তিনি কখনো ভিআইপি সুবিধা নেননি। বরং সাধারণ নাগরিকের মতোই চলাফেরা করছেন, যা তার রাজনৈতিক আদর্শ ও বিনয়ের প্রতিচ্ছবি।”

নেটিজেনদের অনেকে বলেছেন, “এই ছবি কেবল একজন রাজনীতিকের ব্যক্তিগত নম্রতাই নয়, বরং তার নেতৃত্ব দর্শনের প্রতিফলন—যেখানে জনগণের সাথে নেতার কোনো দেয়াল থাকে না।”

বাংলাদেশের রাজনীতিতে যেখানে প্রটোকল, প্রাচুর্য ও বিলাসিতাই ক্ষমতার প্রতীক হয়ে উঠেছে, সেখানে তারেক রহমানের এই সাদাসিধে জীবনধারা আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এক ব্যতিক্রমী বার্তা দিচ্ছে।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজেও ছবিগুলো পোস্ট করা হয়েছে। সেখানে লেখা হয়েছে:
“আগামীদিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান যুক্তরাজ্যে বসবাসকালীন সময়ে কোনো প্রকার ভিআইপি সুবিধা না নিয়ে, সাধারণ মানুষের মতো লোকাল বাসে চলাচল করেন—এটাই তার বিনয়, সাধারণ জীবনযাপন ও জনমানুষের সঙ্গে আত্মিক সংযোগের প্রকৃত প্রমাণ।”

তবে জনগণের মনে প্রশ্ন থেকে যায় বাংলাদেশে কি পারবে লোকাল বাসে চলতে? । তাহলে তিনি হয়ে উঠতে পারবেন জনমানুষের নেতা।

Share.
Leave A Reply

Exit mobile version