ইউরোপীয় ইউনিয়নের ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র মাল্টা আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির প্রধানমন্ত্রী রবার্ট আবেলা এ ঘোষণা দেন।
এই ঘোষণা আসে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের অনুরূপ মন্তব্যের কয়েক ঘণ্টা পর। একই ধারায় ইতোমধ্যে ফ্রান্সও ফিলিস্তিনকে স্বীকৃতির ইঙ্গিত দিয়েছে।
মাল্টা সরকারের ওপর ফিলিস্তিন স্বীকৃতির জন্য অভ্যন্তরীণ চাপ বাড়ছিল। গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে বিরোধী দলও দ্রুত স্বীকৃতি চেয়েছে।
দীর্ঘদিন ধরেই মাল্টা ফিলিস্তিনি স্বার্থে কথা বলে আসছে, এবং ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে। গত মে মাসে আবেলা প্রথমবার ফিলিস্তিন স্বীকৃতির পরিকল্পনার কথা জানান। তবে সে সময়ের ঘোষিত সম্মেলন স্থগিত হয়ে যায়।
এদিকে, আইরল্যান্ড, নরওয়ে ও স্পেন ইতোমধ্যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার জানিয়েছেন, গাজায় ইসরায়েলি বর্বরতা বন্ধ, যুদ্ধবিরতির প্রতিশ্রুতি, এবং দ্বিরাষ্ট্র সমাধানের অঙ্গীকার না এলে ব্রিটেন সেপ্টেম্বরেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে।
বিশ্লেষকরা বলছেন, এসব ঘোষণা পশ্চিমা বিশ্বে এক নতুন কূটনৈতিক ধারার সূচনা করেছে, যা ইসরায়েল-ফিলিস্তিন সংকটে আন্তর্জাতিক ভারসাম্যের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। মাল্টার পদক্ষেপ এই ধারাকে আরও দৃঢ় করবে বলে মনে করা হচ্ছে।
🔗 সূত্র: রয়টার্স