আর মাত্র কয়েক মাস পরেই বাঙালির সবচেয়ে বড় উৎসব — দুর্গাপূজা। আর বাঙালির উৎসব মানেই ইলিশ না থাকলে জমে না আনন্দের আড্ডা ও পাতে ভাত। ঠিক সেই ভাবনাকে সামনে রেখে বাংলাদেশ সরকারের কাছে পদ্মার ইলিশ চেয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে ভারতের ফিস ইমপোর্ট অ্যাসোসিয়েশন।

চিঠিটি পাঠানো হয়েছে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বরাবর। এতে পশ্চিমবঙ্গসহ ভারতের পূর্বাঞ্চলে দুর্গাপূজার সময় ইলিশের চাহিদা মেটাতে দ্রুত রপ্তানির অনুমতির আহ্বান জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, “গত বছর আপনার সদয় সহযোগিতায় ২৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি মিলেছিল। যদিও বাস্তবে রপ্তানি সম্ভব হয়েছিল মাত্র ৫৭৭ মেট্রিক টন। সময়ের সীমাবদ্ধতা আমাদের জন্য বড় বাধা হয়ে দাঁড়ায়।”

চিঠিতে আরো অনুরোধ করা হয়, এবারের অনুমোদনে যেন সময়সীমা না থাকে, যাতে পুরো পরিমাণ ইলিশ আমদানি সম্ভব হয়।

ফিস অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ জাগো নিউজকে বলেন, “যেহেতু এবারের দুর্গাপূজা একটু আগেই পড়েছে, তাই আমরা বাংলাদেশ সরকারকে সময়মতো রপ্তানির জন্য বিশেষ অনুরোধ করেছি। যেন পূজার বাজারে ইলিশ ঘাটতি না হয়।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ ইলিশ রপ্তানি না করলে, ভারতকে গুজরাট, পশ্চিমবঙ্গ, কিংবা মিয়ানমার থেকে ইলিশ আমদানি করতে হবে, যা পদ্মার ইলিশের স্বাদের কাছাকাছিও নয়।”

এই আবেদনের পর বাংলাদেশ সরকারের অবস্থান কী হবে, সেটাই এখন দেখার বিষয়। তবে দুর্গাপূজার বাজারের হিসাব-নিকাশে পদ্মার ইলিশ থাকবে কিনা, তা নির্ভর করছে ঢাকার অনুমতির ওপর।

Share.
Leave A Reply

Exit mobile version