“নির্বাচনে অংশগ্রহণ যদি অপরাধ হয়, তবে বিএনপি ও ইসলামী আন্দোলনসহ ৩১টি দলের নিবন্ধনও বাতিল হওয়া উচিত”—এমনটাই দাবি করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে দলের আয়-ব্যয়ের হিসাব জমা দিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “জাতীয় পার্টি কোনো ফ্যাসিস্ট শক্তির দোসর নয়। যারা আমাদের কার্যক্রম নিষিদ্ধ বা নিবন্ধন স্থগিতের দাবি করছে, আমরা তাদের বক্তব্যকে আমলে নিচ্ছি না।”
রেজাউল ভুঁইয়া বলেন, “২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপি ও ইসলামী আন্দোলনসহ ৩১টি দল অংশ নিয়েছিল। তাহলে তাদেরও নিবন্ধন বাতিল হওয়া উচিত! জাতীয় পার্টি গণপ্রতিনিধিত্ব আদেশ (RPO) অনুযায়ী সমস্ত শর্ত পূরণ করে নিবন্ধন পেয়েছে। আমরা কোনো আইন লঙ্ঘন করিনি।”
গণঅধিকার পরিষদ সম্প্রতি জাতীয় পার্টিসহ ১৪ দলকে “ফ্যাসিবাদের দোসর” আখ্যা দিয়ে তাদের রাজনীতি নিষিদ্ধের দাবি তোলে। তারই জবাবে এই বক্তব্য দেন জাপা নেতা।
আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হলে আমরা নির্বাচনে অংশ নেব। তবে এখন পর্যন্ত সেটা হয়নি। সরকার একটি নির্দিষ্ট দলকে প্রশ্রয় দিচ্ছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী।”
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, “এই কমিশনের অধীনে এখনও কোনো নির্বাচন হয়নি, তাই তারা পক্ষপাতহীন না পক্ষপাতদুষ্ট—এ নিয়ে মন্তব্য করতে চাই না। সময়ই বলবে তারা কেমন আচরণ করে।”