Author: NADEEM
ভয়াবহ সুনামির আশঙ্কা,মারা যেতে পারে ৩ লাখ মানুষ
জাপানে সম্ভাব্য ‘মেগাক্যুয়েক’ বা মহাভূমিকম্পের আশঙ্কায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। দেশটির সরকারের সাম্প্রতিক এক প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, এমন একটি শক্তিশালী ভূমিকম্প ও পরবর্তী সুনামিতে প্রায় ২ লাখ ৯৮ হাজার মানুষের মৃত্যু হতে পারে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ পৌঁছাতে পারে দুই ট্রিলিয়ন ডলার পর্যন্ত। বিশেষজ্ঞদের মতে, আগামী ৩০ বছরের মধ্যে জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলবর্তী ‘নানকাই ট্রাফ’ এলাকায় এ ধরনের একটি বড় ভূমিকম্প আঘাত হানতে পারে। আর এমনটা ঘটার সম্ভাবনা প্রায় ৭৫ থেকে ৮২ শতাংশ। জাপান সরকার জানিয়েছে, ২০১৪ সালে দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনার আওতায় যেসব ব্যবস্থা নেওয়া হয়েছিল, তা সম্ভাব্য প্রাণহানি মাত্র ২০ শতাংশ পর্যন্ত কমাতে পারবে। অথচ পরিকল্পনা অনুযায়ী মৃত্যুর…
এনবিআরের ৩ সদস্যসহ ৪ কর্মকর্তাকে অবসর
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তিন সদস্য ও এক কমিশনারকে অবসরে পাঠিয়েছে সরকার। গতকাল চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অবসরে পাঠানো এ চার কর্মকর্তার মধ্যে রয়েছেন— এনবিআর সদস্য আলমগীর হোসেন, হোসেন আহমদ ও আবদুর রউফ এবং কমিশনার মো. শব্বির আহমেদ। বুধবার (২ জুলাই) বিকেলে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) থেকে পৃথক চারটি আদেশে এ তথ্য পাওয়া গেছে। শব্বির আহমেদ বরিশাল কর অঞ্চলে কমিশনারের চলতি দায়িত্ব পালন করছিলেন। আদেশে বলা হয়, তাদের দুজনের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে। যেহেতু সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি হতে অবসর প্রদান প্রয়োজন হবে—এ বিবেচনায় সরকারি চাকরি আইন ২০১৮–এর ৪৫ ধারার…
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমরা চাই বাংলাদেশে যে ১২ কোটি ৫০ লাখ ভোটার হবে আগামী দিনে, তারা যেন ব্যালটের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করতে পারে। সেই ব্যবস্থার বিরুদ্ধে যাতে কেউ ষড়যন্ত্র করতে না পারে এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। বুধবার (২ জুলাই) পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘কেউ দলকে ক্ষতিগ্রস্ত করলে তাকে কোনো ছাড় বা প্রশ্রয় দেওয়া হবে না। দলের সুনাম যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। দেশ ও গণতন্ত্রের স্বার্থে বিএনপি যে কোনো বিষয়ে ছাড় দেবে।’ আমাদের বহু নেতাকর্মী প্রাণ দিয়েছে, পঙ্গুত্ব বরণ…
মধ্যপ্রাচ্যে ঘোষণা দিয়ে সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া মারামারি করে
মধ্যপ্রাচ্যে কিছুসংখ্যক বাংলাদেশির অনাকাঙ্ক্ষিত আচরণের কারণেই সেখানকার অন্যান্য প্রবাসীরা সমস্যায় পড়েন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান ও আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বুধবার (২ জুলাই) ঢাকায় মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত এক সভায় তিনি এ অভিযোগ করেন। এসময় তিনি ভয়াবহ কিছু অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, আমি মধ্যপ্রাচ্যে কয়েকবার গিয়েছি। আমি শুনেছি ওখানে নিয়মিত ঘোষণা দিয়ে সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া মারামারি করেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আরও বলেন, সৌদি আরবে একটা জায়গা আছে যেখানে বাঙালি মাস্তানরা টাকা ছিনতাই করার জন্য, লুট করার জন্য বাসায় ঢুকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে ফেলে- এমন ঘটনা আছে। এগুলো কী মিথ্যা?।…
বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, মরদেহ নিয়ে গেল বিএসএফ
চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত ইব্রাহিম বাবু (৩২) ঝাঁঝাডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে। এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি। বুধবার (২ জুলাই) দুপুরে দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা সীমান্তে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান। নিহতের বাবা নুর ইসলাম জানান, দুপুরে আমার ছেলেসহ ৪-৫ জন গরুর ঘাস কাটার জন্য সীমান্তের গালার মাঠে যায়। এ সময় অসাবধানতাবশত সীমান্তের ৭৯ নম্বর মেইন পিলার পার হয়ে ভারতে ঢুকে পড়লে সেখানকার ৩২ বিএসএফ হালদারপাড়া ক্যাম্পের সদস্যরা ২ রাউন্ড গুলিবর্ষণ করে। এতে গুলি লেগে ঘটনাস্থলেই নিহত হয় বাবু। তিনি আরও বলেন, ঘটনার…
পারস্পরিক সহযোগিতা ছাড়া ফ্যাসিবাদের পুনরুত্থান অনিবার্য—এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত ‘গণঅভ্যুত্থান ২০২৪: ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, আমাদের পারস্পরিক সহযোগিতা থাকতে হবে। তা না হলে রাষ্ট্র থাকবে না, সমাজ থাকবে না। আবার ফ্যাসিবাদের উত্থান হবে। তিনি আরও বলেন, গণতন্ত্রে আলোচনা থাকবে সমালোচনা থাকবে আবার ভিন্নমতও থাকবে। একে অন্যকে আমরা কঠোর সমালোচনাও করব। এটা গণতন্ত্রের অন্যতম একটা বৈশিষ্ট্য। এটা যেমন গণতন্ত্রের একটা বৈশিষ্ট্য, একইভাবে রাষ্ট্রীয় গণতন্ত্র এবং সামাজিক গণতন্ত্র সুসংহত ও শক্তিশালী হয় পারস্পরিক…
৪৪তম বিসিএস পুলিশ ক্যাডারে শীর্ষস্থানে শরীফ খান
৪৪তম বিসিএসের পুলিশ ক্যাডারে প্রথম হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী শরীফ খান। সোমবার (৩০ জুন) রাতে পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়। মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের পাতিলাসাঙ্গন গ্রামের বাসিন্দা শরীফ খান। তিনি সিরাজ উদ্দিন ও জ্যোৎস্না খানম দম্পতির সন্তান। শিক্ষাজীবনের শুরুতে তিনি নয়াবাজার ফাজিল মাদ্রাসা থেকে ২০১৩ সালে দাখিল এবং ২০১৫ সালে আলিম পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। বিসিএস পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্তির পর শরীফ খান তার ফেসবুকে নিজের প্রোফাইলে লেখেন, ‘মহান রবের প্রতি অকৃত্রিম চিত্তে শুকরিয়া আদায় করছি, যিনি এই সম্মান আমাকে দান করেছেন। আমার বাবা-মা, দাদা-দাদির দোয়া সবসময়…
গবেষণা বলছে, আয়ু বাড়াতে সহায়ক হতে পারে কফি
স্বাস্থ্য সচেতনদের জন্য দারুণ খবর—নিয়মিত কফি পান আয়ু বাড়াতে সহায়ক হতে পারে। তবে এর জন্য একটাই শর্ত, কফিতে থাকতে হবে কম চিনি এবং চর্বিমুক্ত উপাদান। সম্প্রতি যুক্তরাষ্ট্রের টাফটস বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে, যারা কালো কফি বা অল্প চিনি মিশ্রিত কফি পান করেন, তাদের অকাল মৃত্যুর ঝুঁকি প্রায় ১৪ শতাংশ পর্যন্ত কমে যায়। তবে যারা কফিতে অতিরিক্ত চিনি, ফুল-ক্রিম দুধ বা চর্বিযুক্ত ক্রীম ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে এই উপকারিতার প্রভাব দেখা যায় না। গবেষণায় ২০ বছর বা তার বেশি বয়সী ৪৬,৩৩২ জন মার্কিন নাগরিকের স্বাস্থ্যতথ্য বিশ্লেষণ করা হয়, যাদের ৯ থেকে ১১ বছর ধরে পর্যবেক্ষণ করা হয়। এই সময়ে ৭,০৭৪…
জুলাই আন্দোলন আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা : বাঁধন
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার পক্ষে রাস্তায় নেমেছিলেন বাঁধন। স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে চড়িয়েছিলেন গলা। শিক্ষার্থীদের সঙ্গে একত্ব প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব ছিলেন অভিনেত্রী। অভিনেত্রী আজমেরী হক বাঁধন, নাটক, মডেলিং ও সিনেমায় একের পর এক চমক দিয়ে দর্শকদের নজর কেড়েছেন তিনি। দেশের গণ্ডি পেরিয়ে অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন বলিউডেও। কান চলচ্চিত্র উৎসবেও প্রশংসা কুড়িয়েছেন। মঙ্গলবার (১ জুলাই) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বর্ষপূর্তিতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে অভিনেত্রী লিখেছেন, জুলাই আন্দোলন ছিল আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। এই আন্দোলন আমাকে আশা দিয়েছিল। দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর সাহস জুগিয়েছিল। সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্তটা কোনো সহজ সিদ্ধান্ত ছিল না। তবুও আমি সিদ্ধান্ত নিয়েছিলাম…
ইসরায়েল ও নেতানিয়াহুর পতন ঘনিয়ে আসছে: ইরানি জেনারেল
ইসরায়েল ও দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পতন সন্নিকটে বলে মন্তব্য করেছেন ইরানের মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি। তিনি আরও হুঁশিয়ার করে বলেন, ইসরায়েল যদি আরেকটি ভুল করে, তবে তাদের সব স্বার্থ ও ঘাঁটিগুলো মারাত্মক বিপদের মুখে পড়বে। তেহরানে ইরানের সশস্ত্র বাহিনীর প্রয়াত চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ হোসেইন বাকেরির স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে এই সতর্কবার্তা দেন এই মেজর জেনারেল। মঙ্গলবার (০১ জুলাই) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক আগ্রাসনে বড় শয়তান এবং ছোট শয়তান (যুক্তরাষ্ট্র এবং ইসরাইল) তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। ইসলামী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.