Author: NADEEM
খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলওয়ে স্টেশনে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুক্রবার (৪ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে উথলী রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। ফলে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। উথলী রেলওয়ে স্টেশনের মাস্টার মিন্টু কুমার রায় জানান, খুলনার মোংলা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী একটি মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে খুলনা-যশোর-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করবে। চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের মাস্টার ইউসুফ পলাশ বলেন, উথলীতে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুতের ঘটনা…
জামের বীজের গুঁড়া আসলে কী করে?
বিশ্বব্যাপী ডায়াবেটিস রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। বর্তমানে অনেক কমবয়স্কদের শরীরেও দেখা দিচ্ছে এই রোগ। রোগীর সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ওষুধের সংখ্যাও। কিন্তু আপনি কি জানেন যে, প্রাথমিক পর্যায়ে এই রোগ নিয়ন্ত্রণের উপায় আছে প্রাচীন আয়ুর্বেদিক চিকিৎসাশাস্ত্রে? এখন অনেকেই আধুনিক ওষুধের বদলে বিভিন্ন রোগ নিয়ন্ত্রণে প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে চান। এমনই একটি বহু পুরনো ভেষজ উপাদান হলো জামের বীজ। রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণ করতে জামের বীজের গুঁড়া বহু শতাব্দী ধরে আয়ুর্বেদে ব্যবহৃত হচ্ছে। জামের বীজের গুঁড়া আসলে কী করে? এই বীজে রয়েছে জাম্বোলিন ও জাম্বোসিন নামে দুটি সক্রিয় উপাদান, যেগুলি ইনসুলিনের প্রতি শরীরের সংবেদনশীলতা বাড়ায় এবং অতিরিক্ত গ্লুকোজ শোষণ রোধ…
চার দিনের রিমান্ডে দুর্জয়
মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়ের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৩ জুলাই) মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এ আদেশ দেন। এর আগে মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন হুমায়ন কবির ও আসামিপক্ষে ছিলেন নজরুল ইসলাম বাদশাসহ বেশ কয়েকজন সিনিয়র আইনজীবী। সদর থানার ওসি এসএম আমান উল্লাহ বলেন, একটি বিস্ফোরক মামলায় মানিকগঞ্জের-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়কে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছিল। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন। এর আগে একটি বিস্ফোরক মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায়…
চলচ্চিত্র অনুদান কমিটি ছাড়লেন মম
জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম ২০২৪-২৫ অর্থবছরের চলচ্চিত্র অনুদান কমিটি থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন। তিনি গত ২৫ মে পদত্যাগপত্র জমা দিলেও বিষয়টি প্রকাশ্যে আসে মঙ্গলবার (১ জুলাই), যখন ৩২টি চলচ্চিত্রকে ১৩ কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেওয়া হয়। এ প্রসঙ্গে জাকিয়া বারী মম গণমাধ্যমকে জানান, তিনি গত ২৫ মে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বরাবর ব্যক্তিগত ও পেশাগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিষয়টি নিয়ে জাকিয়া বারী মমর দাবি- ক্ষমতার কাছে যেহেতু ব্যক্তিগত কোনো চাওয়া নেই, এজন্য শুধু কাজই করতে চেয়েছিলেন তিনি; কিন্তু সেটি হয়নি। এজন্য তার উপলব্ধি, তার ছেড়ে দেওয়া পদে অন্য কেউ এসে কাজ করলে এতে কমিটির…
পরিচালকের বিরুদ্ধে আপত্তিকর অভিযোগ
অস্কারজয়ী অভিনেত্রী শার্লিজ থেরন সম্প্রতি ‘কল হার ড্যাডি’ নামক একটি পডকাস্টে অংশ নিয়ে তার অভিনয়জীবনের শুরুতে ঘটে যাওয়া একটি ভয়ংকর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। তিনি জানান, এক পরিচালক তাকে শনিবার রাতে অডিশনের কথা বলে নিজের বাসায় ডেকে নেন এবং সেখানে তার সঙ্গে আপত্তিকর আচরণ করেন। থমকে যাওয়া সেই মুহূর্তের কথা স্মরণ করে শার্লিজ থেরন বলেন, ‘আমি জানতাম না অডিশনের প্রক্রিয়া কেমন হয়। আমার এজেন্সি বলেছিল একটা ছবির কাস্টিং চলছে এবং আমাকে শনিবার রাতে যেতে হবে। জায়গাটা ছিল ওই পরিচালকের বাসা। ভেতরে ঢুকে দেখি, তিনি পাজামা পরে আছেন। এরপর তিনি আমার হাঁটুর ওপর হাত রাখেন। আমি সঙ্গে সঙ্গে উঠে চলে যাই।’…
পুতিন-ট্রাম্পের ফোনালাপ,যা জানা গেল
রুশ নেতা ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে জোর দিয়ে বলেছেন, ইরানের সঙ্গে সংঘাতসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য সঙ্কট কেবল কূটনৈতিকভাবে সমাধান করা উচিত। বৃহস্পতিবার এ দুই রাষ্ট্রনেতার ফোনালাপে ইউক্রেন যুদ্ধ, ইরান-ইসরায়েল সংঘাতসহ বিশ্বের বিভিন্ন ইস্যুতে কথা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘণ্টাব্যাপী ফোনালাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফোনালাপের পর ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ সাংবাদিকদের বলেন, রাশিয়ার পক্ষ থেকে সব বিরোধপূর্ণ বিষয়, মতপার্থক্য ও সংঘাতমূলক পরিস্থিতি কেবল রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমাধান করতে হবে বলে জোর দিয়ে বলা হয়েছে। ইউক্রেনের সঙ্গে যুদ্ধের বিষয়ে ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন, ইউক্রেন ইস্যুতে মস্কো তার লক্ষ্য ত্যাগ করবে না।…
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে আবারও কমেছে অপরিশোধিত তেলের দাম। যুক্তরাষ্ট্রে শুল্ক পুনর্বহালের আশঙ্কা ও ওপেক প্লাস জোটের সম্ভাব্য উৎপাদন বৃদ্ধির ঘোষণা তেলের বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে। এর পাশাপাশি চীনের দুর্বল চাহিদা এবং আমেরিকায় তেলের মজুত বেড়ে যাওয়ার তথ্যও দাম কমার পেছনে ভূমিকা রেখেছে। খবর রয়টার্স। বৃহস্পতিবার (৩ জুলাই) লন্ডনের বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫৮ সেন্ট বা ০ দশমিক ৮ শতাংশ কমে দাঁড়ায় ৬৮ দশমিক ৫৩ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম কমে হয়েছে ৬৬ দশমিক ৮৮ ডলার, যা আগের দিনের তুলনায় ৫৭ সেন্ট কম। তেলের দামে এই পতনের পেছনে মূলত দুটি বিষয় কাজ করছে- এক, ৯ জুলাইয়ের…
শাহরুখের নামে কুকুর পুষতেন আমির, ডাকতেন ‘ছ্যাঁচড়া’ বলে!
বলিউড বাদশা শাহরুখ খান এবং মিস্টার পারফেকশনিস্ট আমির খান—এই দুই তারকাকে ভক্তরা দীর্ঘদিন ধরে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে আসছেন। তাদের ক্যারিয়ারের শুরুর দিকেই এই প্রতিদ্বন্দ্বিতা স্পষ্ট হয়ে ওঠে, যা ২০১০ সালে আরও তীব্র রূপ নেয়। সে সময় তারা একে অপরকে নিয়ে প্রকাশ্যে বিদ্রূপ করতেও কুণ্ঠা বোধ করেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির জানান, তারা একে-অপরকে ‘ছ্যাঁচড়া’ বলে সম্বোধন করতেন। আরও অবাক করে দেয় মিস্টার পারফেকশনিস্টের একটি মন্তব্য। অভিনেতার কথায়, তিনি তার পোষ্য সারমেয়র নাম রেখেছিলেন শাহরুখ। ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে এ তথ্য। তবে কেন এই রাগ? এমন প্রশ্নের জবাবে আমির বলেন, আসলে শাহরুখ তখন সবসময়ে আমাকে নিয়ে উপহাস করত। বিশেষ করে অ্যাওয়ার্ড…
২৪ ঘণ্টায় ১১৮ জন ফিলিস্তিনি নিহত, আহত ৫৮১
গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১১৮ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ৫৮১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এই প্রেক্ষাপটে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ দূত ফ্রানচেস্কা আলবানিজ ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ এনে দেশটির ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ এবং বাণিজ্য ও আর্থিক সম্পর্ক পুরোপুরি বিচ্ছিন্ন করার আহ্বান জানিয়েছেন। এদিকে হামাস জানিয়েছে, গাজায় সাময়িক যুদ্ধবিরতি নিয়ে একটি নতুন প্রস্তাব তারা পর্যালোচনা করছে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইসরায়েল ৬০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজাযুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ৫৭ হাজার ১৩০ জন ফিলিস্তিনি…
জাপান সবসময় বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু : প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাপানকে বিনিয়োগ, রোহিঙ্গাদের মানবিক সহায়তা এবং যুব উন্নয়ন—বিশেষ করে শিক্ষা ও খেলাধুলার ক্ষেত্রে সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) নির্বাহী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিয়াজাকি কাতসুরার সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। অধ্যাপক ইউনূস বলেন, ‘জাপান সবসময় বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু। আমি সম্প্রতি আপনার দেশ সফর করেছি এবং আমি ও আমার প্রতিনিধি দলের প্রতি যেভাবে আন্তরিকতা ও আতিথেয়তা দেখানো হয়েছে, তা আমাকে গভীরভাবে স্পর্শ করেছে।’ মিয়াজাকি জানান, এশিয়ায় বাংলাদেশ জাপানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার এবং তিনি বাংলাদেশের উন্নয়ন যাত্রায় জাপানের অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.