Author: NADEEM
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন আরও অন্তত ৭০ জন। ভয়াবহ এই দুর্ঘটনার একদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অদ্ভুত পোস্ট ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা। ২০ জুলাই (রোববার) একটি ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বলা হয়, “একটি স্কুল ভবনে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে, যেখানে বহু শিশু প্রাণ হারাবে। আমরা সামনে এক ভয়ঙ্কর দুর্ঘটনা আসতে দেখছি।” পোস্টে আরও বলা হয়, ‘এই বিপর্যয়ের মূল কারণ হবে ভবনের অবহেলাজনিত রক্ষণাবেক্ষণের অভাব। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব এটি ঠেকাতে। আমি একজন স্থপতি হিসেবে এই বার্তা দিচ্ছি।’ ২১ জুলাই…
মঙ্গলবার রাষ্ট্রীয় শোক, তবে চলবে এইচএসসি পরীক্ষা
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনায় সরকার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। সোমবার (২১ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্ঘটনায় নিহতদের স্মরণে মঙ্গলবার (২২ জুলাই) সারা দেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। তবে, সারাদেশে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত হচ্ছে না। ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। সোমবার রাতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, এখন পর্যন্ত…
উত্তরার মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে এবং দেশের সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। এই মর্মান্তিক দুর্ঘটনার পর দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান একটি আবেগঘন পোস্ট করেছেন। সোমবার (২১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে বার্তা দিয়েছেন তিনি। পোস্টে সাকিব লিখেছেন, আজ মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে ভবিষ্যতের স্বপ্নরা গড়ে ওঠে, সেটাই আজ পরিণত হয়েছে শোকস্তব্ধ এক বেদনার স্থলে। এক নিমিষে ঝরে গেছে অনেক তরুণ প্রাণ, নিভে গেছে অগণিত স্বপ্ন। তিনি বলেন, একজন বাবা হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে এবং একজন মানুষ…
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্ঘটনার পর ভয়াবহ আগুন থেকে প্রাণে বেঁচে যাওয়া এক শিক্ষক জানান, ঘটনাটি এতটাই হঠাৎ ঘটে যে কেউ কোনো প্রতিক্রিয়া দেখানোর সুযোগই পাননি। বিমানটি যে ভবনের ওপর আছড়ে পড়ে, সেই ভবনে থাকা শিক্ষার্থীরা ছুটির ঘণ্টা পড়ার পর ক্লাস থেকে বের হওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল। ওই শিক্ষক বলেন, এটা ঠিক স্কুল ছুটির সময় ছিল। শিক্ষার্থীরা গেটে অপেক্ষা করছিল। কী ঘটছে তা বোঝার আগেই চারপাশে আগুন ছড়িয়ে পড়ল। মুহূর্তেই দৃষ্টিসীমা কমে আসলো। আমি শুধু আগুন দেখতে পাচ্ছিলাম—তারপর ধোঁয়া।…
রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের পরিবার রাজশাহী থেকে ঢাকায় পৌঁছেছেন। সোমবার (২১ জুলাই) বিকেল ৫টা ১৮ মিনিটে বিশেষ একটি ফ্লাইটে রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন তারা। সন্ধ্যা ৬টার দিকে তারা ঢাকায় পৌঁছান। তবে রওনা হওয়ার সময় মা সালেহা খাতুন ও বাবা তোহরুল ইসলাম জানতেন না যে, তাঁদের ছেলে তৌকির আর নেই। তাঁরা ভেবেছিলেন, তৌকির আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। বিশেষ ওই বিমানে মা-বাবার সঙ্গে আরও ছিলেন তৌকিরের স্ত্রী, বোন সৃষ্টি খাতুন ও তার স্বামী ডা. তুহিন ইসলাম। বিষয়টি নিশ্চিত করেন তাদের গাড়িচালক আলী হাসান। বাড়িতে বর্তমানে তৌকিরের চাচাতো মামা…
বিমানের দুই পাখা ছিটকে গিয়ে দুই ক্লাসরুমে আছড়ে পড়ে
রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হতাহতের সংখ্যা দ্রুত বাড়ছে। একের পর এক দগ্ধ শিশু শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হচ্ছে, যাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীরা জানান, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শাখার ক্লাস চলাকালীন একটি ভবনে বিধ্বস্ত বিমানটি আঘাত হানে। বিমানের দুই পাখা ছিটকে গিয়ে ভবনের দুই পাশে থাকা ক্লাসরুমে আছড়ে পড়ে, আর সামনের অংশটি সিঁড়িতে ধাক্কা দেয়। মর্মান্তিক এই দুর্ঘটনায় বহু শিক্ষার্থী হতাহত হয়েছে। সোমবার (২১ জুলাই) বিকেলে বিমান বিধ্বস্তের ঘটনায় ভয়াবহতার এমন চিত্র দেখা যায়। সরেজমিন আরও দেখা গেছে, ওই দুই রুম পুড়ে ছাই হয়ে গেছে। স্কুলের দারওয়ান জানান, ওই…
রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ২০ জন নিহত হয়েছেন। এছাড়া, বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও প্রায় ১৭১ জন। সোমবার (২১ জুলাই) রাতে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এছাড়া বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া আহতদের সংখ্যাও জানিয়েছে আইএসপিআর। কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮ জন, নিহত নেই জাতীয় বার্ন ইনস্টিটিউট: আহত ৭০ জন, নিহত ২ ঢাকা মেডিকেল: আহত: ৩, নিহত ১ সিএমএইচ-ঢাকা: আহত ১৭, নিহত ১২ কুর্মিটোলা জেনারেল হসপিটাল: আহত ১, নিহত ২ লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, উত্তরা: আহত:-১১ নিহত: ২ উত্তরা আধুনিক হসপিটাল: আহত ৬০, নিহত ১ উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: আহত: ১, নিহত…
বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান শুটিংয়ের সময় দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। নতুন সিনেমা ‘কিং’-এর শুটিংয়ে অংশ নিতে লন্ডনে অবস্থান করছিলেন তিনি, যেখানে মেয়ে সুহানা খানও তার সঙ্গে কাজ করছেন। শুটিং চলাকালীন হঠাৎ একটি দৃশ্যে পেশিতে মারাত্মক চোট পান শাহরুখ। চোট এতটাই গুরুতর যে, সিনেমার শুটিং আপাতত স্থগিত রাখতে হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত যুক্তরাষ্ট্রে নেওয়া হচ্ছে বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। এই ঘটনায় ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। জানা গেছে, মুম্বাইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিওতে অভিনেতা একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন। সেখানেই স্টান্ট করার সময় আঘাত পান। কিন্তু শরীরের কোথায়, কতটা আঘাত পেয়েছেন, তা প্রকাশ্যে আনা হয়নি। শাহরুখের সহযোগী দলের…
গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংস ঘটনার প্রতিবাদে রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ‘সর্বাত্মক’ হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগের চারটি সহযোগী সংগঠন। যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শনিবার এক যৌথ বিবৃতির মাধ্যমে এ হরতালের ঘোষণা দেয়। আওয়ামী লীগ ও সংগঠনগুলোর নিজেদের ফেইসবুক পেইজে বিবৃতিটি প্রকাশের পাশাপাশি সংবাদমাধ্যমেও তা পাঠানো হয়। জাতীয় নাগরিক পার্টি-এনসিপির পদযাত্রা ও সমাবেশ কর্মসূচি ঘিরে বুধবার গোপালগঞ্জে শহরে হামলা-সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন নিহত হওয়ার খবর এসেছে। এনসিপির অভিযোগ, জয়বাংলা স্লোগান দিয়ে তাদের সমাবেশ মঞ্চ ও গাড়িবহরে হামলা চালিয়েছে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের লোকজন। আওয়ামী লীগের চার সংগঠনের অভিযোগ, গোপালগঞ্জে…
রাজধানীর পল্লবীতে বিকল্প পরিবহনের বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যা নাশকতার অংশ হিসেবে ঘটানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে আগুন লাগার বিষয়টি ফায়ার সার্ভিস জানতে পারে। তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাহান হোসেন বলেন, সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে আমাদের কাছে খবর আসে, পল্লবী সেকশন-২–এ বিকল্প পরিবহনের একটি বাসে কে বা কারা আগুন দিয়েছে। পরে আমাদের দুটি ইউনিট পাঠিয়ে…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.