দুই দলের মধ্যকার পার্থক্য ছিল যোজন যোজন। ইউরোপীয় চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) ছিল মাঠে একচ্ছত্র আধিপত্যে। অন্যদিকে, ইন্টার মায়ামির মূল ভরসা ছিলেন লিওনেল মেসি। তার উপস্থিতির কারণেই ম্যাচের আগে পিএসজির কোচ লুইস এনরিকে জানিয়েছিলেন সমীহ করার কথা। কিন্তু বাস্তবে মাঠের খেলায় মেসির দল ছিল পিএসজির সামনে অসহায়। ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে চ্যাম্পিয়ন্স লিগজয়ীদের কাছে ৪-০ গোলে হেরে বিদায় নেয় ইন্টার মায়ামি।
সাবেক ক্লাবের বিপক্ষে এমন পরাজয়ের পর কোনো অজুহাত দেননি লিওনেল মেসি। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি লেখেন,
“আজ আমাদের জন্য ক্লাব ওয়ার্ল্ড কাপ শেষ হলো চ্যাম্পিয়ন্স লিগজয়ী একটি দলের কাছে হেরে। এমন এক দলে খেলার সুযোগ পেলাম, যাদের অনেককেই আমি শ্রদ্ধা করি এবং যাদের আবার দেখা পেয়ে ভালো লেগেছে।”
মেসি আরও বলেন, “আমরা গর্বিত, কারণ আমরা আমাদের লক্ষ্য পূরণ করেছি—সেরা ১৬-তে জায়গা করে নিতে পেরেছি। এখন সময় এসেছে মেজর লিগ সকার (এমএলএস) ও সামনে আসা নতুন চ্যালেঞ্জগুলোর দিকে মনোযোগ দেওয়ার।”
ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে মেসি বলেন, “আমাদের উদ্দেশ্য ছিল প্রতিদ্বন্দ্বিতা করা এবং বোঝানো যে আমরা এই প্রতিযোগিতাকে গুরুত্ব দিই। জানি না মানুষ আমাদের কাছ থেকে কী আশা করেছিল, বা অনেকেই হয়তো কমই আশা করেছিল, কারণ আমরা যেভাবে এই টুর্নামেন্টে এসেছি, সবাই জানে সেটা সহজ ছিল না।”
পিএসজির প্রশংসা করে তিনি যোগ করেন, “তারা দুর্দান্ত একটি দল। শেষ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে এবং সত্যি বলতে দারুণ খেলছে। আমরা যেমনটা আশা করেছিলাম, ঠিক তেমনটাই হয়েছে। আমরা আমাদের সর্বোচ্চ দিয়েছি। ক্লাব বিশ্বকাপে আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি, ভালো লড়াই করেছি। এবার নতুন টুর্নামেন্ট নিয়ে ভাবার সময়।”
শেষে মেসি বলেন, “এই প্রতিযোগিতা আমি উপভোগ করেছি। পারফরম্যান্সে এবং দলের মানে পার্থক্য ছিল, সেটা অস্বীকার করার উপায় নেই। তবে আমি চেষ্টা করেছি আমার সেরাটা দিতে—দলের জন্য, নিজেদের উন্নতির জন্য।”
ম্যাচ শেষে কিছুদিন বিশ্রামে থাকবেন তিনি, এরপর ফিরবেন অনুশীলনে—নতুন মৌসুমের প্রস্তুতি নিতে।
পলিটিক্স/মি