ভালোবাসার প্রমাণ দিতে কেউ ফুল দেয়, কেউ গান গায়—কিন্তু কেউ আবার স্ত্রীকে কাঁধে তুলে দৌড়ায়! অবিশ্বাস্য হলেও এমনটাই ঘটে বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে ফিনল্যান্ড, হাঙ্গেরি, এস্তোনিয়া, জার্মানি ও যুক্তরাষ্ট্রে।

এই মজার ও ব্যতিক্রমী প্রতিযোগিতার নাম “Wife Carrying Competition”—অর্থাৎ স্ত্রীকে কাঁধে তুলে দৌড় প্রতিযোগিতা। প্রতিবছর শত শত দম্পতি এতে অংশ নেন—কেউ হাস্যরসের জন্য, কেউ পুরস্কারের আশায়, কেউবা সম্পর্কের বন্ধন আরও গভীর করতে।

এটি শুধু প্রতিযোগিতা নয়—একটি উৎসব। শহরজুড়ে চলে খাবারের দোকান, স্থানীয় সংগীত আর সাংস্কৃতিক আয়োজন। একদিনের জন্য যেন সব ক্লান্তি ভোলানো আনন্দমেলা!

🔹 ইতিহাসটা যেমন অদ্ভুত, তেমনি রোমাঞ্চকর
খেলার সূচনা ফিনল্যান্ডে, ১৯৯২ সালে। কিন্তু উৎস রয়েছে আরও আগে। ১৯শ শতকে ফিনল্যান্ডের এক ডাকাত রনকাইনেন ও তার অনুসারীরা স্ত্রী চুরি করাকে ডাকাতির অংশ ভাবত। অনুশীলনের জন্য তারা বন-জঙ্গলে কাঁধে ভার তুলে দৌড়ানোর চর্চা করত। সেই লোককাহিনিকে ঘিরেই গড়ে ওঠে আজকের এই প্রতিযোগিতা।

🔹 নিয়ম-কানুনও আছে বেশ কঠিন
প্রতিযোগিতায় স্বামীকে স্ত্রীকে কাঁধে তুলে ২৫৩.৫ মিটার দৌড়াতে হয়। পথে থাকে পানির খাল, কাঠের বাঁধ, বালু ইত্যাদি। স্ত্রীকে বহন করতে হয় “এস্তোনিয়ান স্টাইলে”—উল্টো করে মাথা নিচে, পা ঘাড়ে পেঁচিয়ে।

✅ অংশগ্রহণের শর্তগুলো:

স্ত্রী হতে হবে বৈধ, বা আয়োজকের অনুমতিতে প্রেমিকা/বন্ধুও হতে পারে, বয়স হতে হবে ১৭ বা তার বেশি, স্ত্রীর ওজন কমপক্ষে ৪৯ কেজি—এর কম হলে অতিরিক্ত ওজনের ব্যাগ যুক্ত করা হয়

🏆 পুরস্কার: স্ত্রীর ওজন অনুযায়ী বিয়ার!
এই খেলায় যার সময় সবচেয়ে কম, তিনিই বিজয়ী। আর পুরস্কার? স্ত্রীর ওজন অনুযায়ী বিয়ার বা পানীয়!
যদি স্ত্রী হন ৪০ কেজি, তবে বিজয়ী পাবেন ৪০ কেজি বিয়ার!

🎉 খেলার উদ্দেশ্য:
ভালোবাসা ও বিশ্বাসের প্রকাশ, দম্পতির পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, ঐতিহ্য রক্ষা এবং সামাজিক বিনোদন

Share.
Leave A Reply

Exit mobile version