নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে ‘নৌকা’ প্রতীক সরিয়ে ফেলা হয়েছে। ওয়েবসাইটে এতদিন আওয়ামী লীগ (নিবন্ধন স্থগিত) নামের পাশে প্রতীক হিসেবে একটি নৌকার ছবি ছিল। এখন আর সেই প্রতীক সেখানে নেই।

এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রতীকটি সরিয়ে ফেলা হয়েছে।

নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নৌকা প্রতীক নিয়ে নতুন করে কোনো সিদ্ধান্ত হয়নি। আগের সিদ্ধান্ত অনুযায়ী, আওয়ামী লীগ বিলুপ্ত হলে তখনই নৌকা প্রতীক তফসিল থেকে বাদ দেওয়া হবে। তবে কোনো দলের নিবন্ধন স্থগিত বা বাতিল হলে ওয়েবসাইট থেকে প্রতীক সরানো নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত।

প্রতীকটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের পেছনে রয়েছে সম্প্রতি নির্বাচন পরিচালনা বিধিমালার খসড়া সংশোধন নিয়ে শুরু হওয়া বিতর্ক।

নতুন খসড়ায় ১১৫টি প্রতীক সংরক্ষণের প্রস্তাব রয়েছে, যেখানে জামায়াতে ইসলামীর নিবন্ধনের পর ‘দাঁড়িপাল্লা’ প্রতীকও অন্তর্ভুক্ত হয়।

কিন্তু আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকলেও ‘নৌকা’ প্রতীককে খসড়ায় রাখা হয়েছিল, যা নিয়ে সমালোচনা শুরু হয় বিভিন্ন মহলে।

এই প্রেক্ষাপটে মঙ্গলবার (১৫ জুলাই) রাতে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এক ফেসবুক পোস্টে নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে কড়া সমালোচনা করেন।

তিনি লেখেন “অভিশপ্ত ‘নৌকা’ মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন? সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এই গণঅভ্যুত্থানকে আপনারা জাস্ট বৃদ্ধাঙ্গুলি দেখালেন। কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কাদেরকে দেওয়ার জন্য এই মার্কা রাখছেন আপনারা?”

বর্তমানে নির্বাচন কমিশনের তালিকাভুক্ত প্রতীকের সংখ্যা ৬৯টি, যার মধ্যে ৫১টি রাজনৈতিক দলের জন্য ও ১৮টি স্বতন্ত্র প্রার্থীদের জন্য সংরক্ষিত। নতুন তালিকা চূড়ান্ত হলে প্রতীকের সংখ্যা দাঁড়াবে ১১৫টি।

Share.
Leave A Reply

Exit mobile version