ইসরায়েলি হামলায় আহত হয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গত ১৬ জুন পশ্চিম তেহরানে অনুষ্ঠিত একটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশগ্রহণের সময় তিনি হামলার শিকার হন এবং তার পায়ে আঘাত লাগে।
রোববার (১৩ জুলাই) দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা ফার্স নিউজ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সেদিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সদস্যদের সঙ্গে একটি বৈঠকে অংশ নিচ্ছিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। সেই সময় ইসরায়েল ওই ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
বৈঠকে প্রেসিডেন্টের সঙ্গে উপস্থিত ছিলেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ, বিচার বিভাগের প্রধান মোহসেনি ইজেই এবং অন্যান্য সিনিয়র কর্মকর্তারা।
ফার্স নিউজ দাবি করেছে, হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার পদ্ধতি অনুযায়ী ইরানের প্রেসিডেন্টকেও টার্গেট করেছিল ইসরায়েল। তারা ভবনের প্রবেশ ও প্রস্থানের ছয়টি রুটে ক্ষেপণাস্ত্র ছুড়ে যেন বাতাস প্রবাহ বন্ধ হয়ে যায় ও দমবন্ধ হয়ে মৃত্যু ঘটে।
তবে ইরানি কর্মকর্তারা ভবনের বেজমেন্টে অবস্থান করায়, এবং পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে বিকল্প একটি পথ ব্যবহার করায় প্রাণে রক্ষা পান।
হামলায় ইসরায়েলি গুপ্তচরদের সম্পৃক্ততার সন্দেহ করা হচ্ছে, কারণ হামলাটি অত্যন্ত সূক্ষ্ম ও নির্ভুল গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে পরিচালিত হয়েছে।
প্রসঙ্গত, ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘর্ষে ইতোমধ্যেই ইরানের সশস্ত্র বাহিনী, বিপ্লবী গার্ড, এবং পরমাণু কর্মসূচির শীর্ষ কর্মকর্তারা নিহত হয়েছেন বলে দাবি করেছে ফার্স নিউজ।