পাকিস্তানে মেয়েকে মোবাইল থেকে টিকটক অ্যাপ ডিলিট না করায় তাকে গুলি করে হত্যা করেছেন এক বাবা।
ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার, রাওয়ালপিন্ডি শহরে।

পুলিশ জানিয়েছে, নিহত কিশোরীর বয়স মাত্র ১৬ বছর। তার বাবা তাকে মোবাইল ফোন থেকে টিকটক মুছে ফেলতে বলেছিলেন। কিন্তু মেয়েটি তা না করায়, রাগে তিনি নিজ কন্যাকে গুলি করে হত্যা করেন।

রাওয়ালপিন্ডি পুলিশের এক মুখপাত্র বার্তাসংস্থা এএফপিকে বলেন, “মেয়ের বাবা তাকে বারবার টিকটক ডিলিট করতে বলেন। কথা না শুনলে, এক পর্যায়ে তিনি মেয়েকে গুলি করে হত্যা করেন।”

জানা গেছে, মেয়েটির পরিবার প্রথমে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দিতে চেয়েছিল। কিন্তু তদন্তে সত্য উন্মোচিত হলে তারা ব্যর্থ হয়। হত্যার পর অভিযুক্ত বাবা পালিয়ে যান, তবে পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পাকিস্তানে টিকটক একটি অত্যন্ত জনপ্রিয় অ্যাপ। সহজ ব্যবহারযোগ্যতার কারণে এটি স্বল্পশিক্ষিতদের মধ্যেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ফলে অনেক তরুণ-তরুণী এর প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ছে, যা পরিবারে বিভিন্ন সময়ে উত্তেজনার কারণ হয়ে দাঁড়ায়।

সূত্র: এএফপি

Share.
Leave A Reply

Exit mobile version