দীর্ঘদিনের দ্বন্দ্বে বিপর্যস্ত ইয়েমেনে ১ কোটি ৭০ লাখেরও বেশি মানুষ চরম খাদ্যঘাটতির মুখে পড়েছেন। তাদের অনেকেই না খেয়ে কিংবা অর্ধাহারে দিন কাটাচ্ছেন। এই বিপর্যস্ত জনগোষ্ঠীর মধ্যে ১০ লাখেরও বেশি শিশু রয়েছে।

বুধবার (৯ জুলাই) এ তথ্য জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান টম ফ্লেচার।

জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলকে মানবাধিকার প্রধান আরও বলেন, ইয়েমেনে ৫ বছর বা তারও কম বয়সী শিশুর অনেকে তীব্র পুষ্টিহীনতায় ভুগছে।

তিনি সতর্ক করে বলেন, এখনই কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে আগামী সেপ্টেম্বরের মধ্যে অভুক্ত মানুষের সংখ্যা ১ কোটি ৮০ লাখ ছাড়িয়ে যেতে পারে।

পাশাপাশি অপুষ্টিজনিত সমস্যায় আক্রান্ত মানুষের সংখ্যা ১২ লাখ ছাড়িয়ে যেতে পারে, যার ফলে অনেকেই স্থায়ীভাবে বিকলাঙ্গ হওয়ার ঝুঁকিতে রয়েছেন।

উল্লেখ্য, ইয়েমেন আরব বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ। ২০১৩ সালে গৃহযুদ্ধ শুরুর পর থেকে দেশটির অর্থনীতি একেবারে ধসে পড়ে।

সূত্র: এপি

Share.
Leave A Reply

Exit mobile version