২০২১ সালে প্রকাশিত একটি মাঙ্গা কমিকে ভবিষ্যদ্বাণী করা হয়েছিল, ২০২৫ সালের ৫ জুলাই জাপান বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি হবে। সেই ভবিষ্যদ্বাণী ঘিরে এখন আতঙ্কে রয়েছে জাপানিরা। বিশেষ করে গত বৃহস্পতিবার দেশটির মূল দ্বীপ কায়সোতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর উদ্বেগ আরও বেড়ে যায়। এরই মধ্যে আজ শনিবার (৫ জুলাই) সেখানে আবারও ৫.৪ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে, যা আতঙ্ককে আরও তীব্র করে তোলে।

আরও ভূমিকম্প হতে পারে এমন আশঙ্কা থেকে সেখানকার কিছু অঞ্চলের মানুষকে গতকাল সরিয়ে নেওয়া হয়। গত দুই সপ্তাহে সেখানে ১ হাজার বারের বেশি ভূমিকম্প হয়েছে।

এমন উৎকণ্ঠার মধ্যে জাপানের সরকার আজ সতর্কতা দিয়েছে দেশটিতে আরও ভূমিকম্প আঘাত হানতে পারে। তবে জাপান বড় বিপর্যয়ের মুখে পড়বে এমন কোনো ভিত্তিহীন কথায় বিশ্বাস না করার আহ্বান জানিয়েছে তারা।

দেশটির ভূতত্ত্ব এজেন্সির ভূমিকম্প ও সুনামি পর্যবেক্ষণ বিভাগের পরিচালক আয়াতাকা এবিতা বলেছেন, “আমাদের বর্তমান বৈজ্ঞানিক জ্ঞান অনুযায়ী ভূমিকম্প আঘাত হানা, এটির মাত্রা কেমন হবে সেটি ধারণা করা বা পূর্বাভাস দেওয়া অত্যন্ত কঠিন। আমি সাধারণ মানুষকে বলব বৈজ্ঞানিক প্রমাণের ওপর ভিত্তি করে আপনারা কাজ করবেন।”

জাপান বড় বিপর্যয়ে পড়বে— এ গুজবটি এমনভাবে ছড়িয়েছে যে অনেকে জাপান ভ্রমণ বাদ দিয়েছেন। বিশেষ করে হংকংয়ে এ গুজব তীব্র হয়েছে। এ কারণে গত বছরের মে মাসে যত মানুষ হংকং থেকে জাপানে গিয়েছিলেন এ বছরের মে মাসে তা ১১ শতাংশ কম ছিল।

মাঙ্গা কমিক বুকটি তৈরি করেন রায়ো তাতসুকি। তিনি ১৯৯৯ সালে প্রথম বুকটি প্রকাশ করেন। ২০২১ সালে এটি পুনরায় প্রকাশিত হয়। তার বইয়ের প্রকাশক জানিয়েছেন, লেখক ‘কোনো ভবিষদ্বাণী করা ব্যক্তি’ নয়।

জাপান অত্যন্ত ভূমিকম্পপ্রবণ দেশ। বিশ্বে ৬ মাত্রা বা তার বেশি শক্তিশালী যেসব ভূমিকম্প হয় তার পাঁচভাগের এক ভাগ জাপানে সংঘটিত হয়।

সূত্র: রয়টার্স

Share.
Leave A Reply

Exit mobile version