ইরানের দূতাবাসে গিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অপরাধের তীব্র নিন্দা জানিয়েছেন ইহুদি সম্প্রদায়ের কিছু সদস্য। সেখানে তারা ইরানি নাগরিকদের স্মরণে খাতায় স্বাক্ষরও করেন।

শুক্রবার (৪ জুলাই) ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, সম্প্রতি ইহুদিদের একটি প্রতিনিধিদল লন্ডনে অবস্থিত ইরানি দূতাবাসে সফর করে। সেখানে তারা ইসরায়েলি হামলায় নিহত ইরানি নাগরিকদের স্মরণে খাতায় স্বাক্ষর করেন এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘অপরাধমূলক’ কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেন।

ইরানি দূতাবাস এক বিবৃতিতে জানায়, ওই প্রতিনিধিদল ইরানি জনগণের প্রতি সহানুভূতি প্রকাশ করে এবং নেতানিয়াহু ও ‘জায়নিস্ট শাসনের’ কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায়।

তারা বলেন, জায়নিস্ট শাসনের অপরাধ কোনো ধর্মীয় ইহুদি সমর্থন করে না। নেতানিয়াহুর আসল উদ্দেশ্য সম্পর্কে জনসাধারণের অজ্ঞতা আমাদের হতবাক করে। তার অপরাধ এবং অমানবিক কাজকর্ম কোনো ধর্মীয় নৈতিকতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

দূতাবাস ত্যাগের সময় এক ব্যক্তি তাদের ভিডিও ধারণ করে চিৎকার করে বলেন, আপনারা কেন সন্ত্রাসী ইরানি শাসনের পক্ষে দাঁড়াচ্ছেন? ইরানি ও ইহুদিদের উভয়েরই উচিত এই শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করা।

উল্লেখ্য, গত ১৩ জুন ইসরায়েল ইরানে সরাসরি ও উসকানিমূলক হামলা চালায়। এতে ইরানের উচ্চপর্যায়ের সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক নিহত হন। এর প্রায় এক সপ্তাহ পর, যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পরমাণু স্থাপনায় বোমা হামলা চালিয়ে যুদ্ধে প্রবেশ করে। ইরান এ আচরণকে জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করে আসছে।

Share.
Leave A Reply

Exit mobile version