হঠাৎ ভারি বৃষ্টি ও পাহাড়ধসের কারণে ভারতের উত্তরাখণ্ড রাজ্যে চরম বিপর্যয় দেখা দিয়েছে। শনিবার রাতে উত্তর কাশী এলাকায় আকস্মিক বন্যায় একটি নির্মাণাধীন হোটেলের পাশে থাকা শ্রমিকদের তাঁবু পানিতে ভেসে যায়। এতে দুজন শ্রমিক নিহত হন। ঘটনাস্থল থেকে ১০ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো সাতজন শ্রমিক নিখোঁজ রয়েছেন।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, যমুনা নদীর তীর থেকে নিহত দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার রাতের আকস্মিক বন্যায় বারকোট-যমুনোত্রী রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারি বৃষ্টির কারণে পাহাড় ধ্বসে বদরীনাথ এবং যমুনোত্রী যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। পুণ্যার্থীরা বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন। দেশটির আবহাওয়া দপ্তর আরও ভারি বৃষ্টি এবং ধ্বসের সতর্কতা জারি করেছে।

এর ফলে উত্তরাখণ্ডে অবস্থিত হিন্দু ধর্মের চারধামে পুণ্যার্থীদের যাত্রা ২৪ ঘণ্টার জন্য স্থগিত করেছে প্রশাসন।

গাড়ওয়াল ডিভিশনের কমিশনার বিনয়শঙ্কর পাণ্ডে জানিয়েছেন, সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে চারধাম যাত্রা সাময়িক ভাবে স্থগিত রাখা হয়েছে। পুলিশ এবং স্থানীয় প্রশাসনকে হরিদ্বার, হৃষীকেশ, শ্রীনগর, রুদ্রপ্রয়াগ, সোনপ্রয়াগ এবং বিকাশনগরে পুণ্যার্থীদের থামানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

Share.
Leave A Reply

Exit mobile version